<p>কিছু নীতি শিথিল করায় জার্মানি ২০২৪ সালে ১০ শতাংশেরও বেশি পেশাদার ভিসা ইস্যু করবে, যাতে দীর্ঘমেয়াদি শ্রম সংকট মোকাবেলা করা যায়। দেশটির সরকারের পক্ষ থেকে রবিবার এ তথ্য জানানো হয়েছে।</p> <p>গত বছর দক্ষ শ্রমিকদের জন্য অভিবাসন সম্পর্কিত নিয়ম শিথিল করার পর ১৩ লাখ ৪০ হাজার চাকরি খালি থাকায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশের জন্য খুবই প্রয়োজনীয় ছিল। গত কয়েক বছরে দেশটির অর্থনীতি কিছুটা স্থবির হয়ে পড়েছে।</p> <p>সরকারি বিবৃতিতে এদিন জানানো হয়েছে, কানাডার অনুপ্রেরণায় একটি পয়েন্টভিত্তিক ব্যবস্থা গ্রহণের পর ২০২৪ সালে দুই লাখ পেশাদার ভিসা ইস্যু করা হবে।</p> <p>বিবৃতিতে আরো বলা হয়েছে, তৃতীয় দেশের জন্য শিক্ষার্থী ভিসা ২০ শতাংশ বেড়েছে, প্রশিক্ষণ ভিসার সংখ্যা দ্বিগুণ হয়েছে এবং বিদেশি যোগ্যতার স্বীকৃতির হার প্রায় ৫০ শতাংশ বেড়েছে।</p> <p>জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার বলেছেন, ‘আমরা এমন দক্ষ শ্রমিক ও পেশাজীবীদের আকর্ষণ করতে কাজ করছি, যাদের আমাদের অর্থনীততে বছরের পর বছর ধরে জরুরিভাবে প্রয়োজন।’</p> <p>নতুন পয়েন্ট সিস্টেমের মানে হলো, যারা ইউরোপীয় ইউনিয়নের নাগরিক নন, তারা জার্মান শ্রম বাজারে সহজে প্রবেশ করতে ও সম্ভবত তাদের পরিবারকে সঙ্গে নিয়ে যেতে পারবেন। জার্মান ভাষার জ্ঞান, পেশাদার অভিজ্ঞতা ও বয়স পয়েন্ট সংগ্রহের মানদণ্ডের মধ্যে রয়েছে। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, বয়স্ক জনসংখ্যা ও প্রতিবছর চার লাখ শ্রমিকের অভাবের কারণে আরো গভীর সংস্কার প্রয়োজন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জার্মানিতে অভিবাসীদের জার্মান শেখা কত জরুরি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/20/1729418605-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জার্মানিতে অভিবাসীদের জার্মান শেখা কত জরুরি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/20/1437143" target="_blank"> </a></div> </div> <p>এদিকে জার্মানিতে স্বাস্থ্যসেবা, পরিষেবা ও প্রযুক্তির মতো খাতগুলোতে শ্রমিকের অভাব রয়েছে। পাঁচ বছরে জার্মানির কর্মসংস্থান ১৬ লাখ বেড়েছে, যার মধ্যে ৮৯ শতাংশ পদ বিদেশিদের দখলে রয়েছে। যদি বিদেশিরা না থাকতেন, তবে ২০২৩ সালে কর্মসংস্থান হ্রাস পেত। অন্যদিকে দেশটিতে অভিবাসন একটি বিভক্তি সৃষ্টিকারী বিষয়। ডানপন্থীরা আশা করছে, তারা আগামী সংসদীয় নির্বাচনে এটি নিয়ে জোরালো অবস্থান নেবে, যেহেতু গত সপ্তাহে জার্মানির তিন দলীয় জোট সরকারের পতন ঘটেছে।</p> <p>সূত্র : এএফপি</p>