<p>গত ১৬ নভেম্বর ফিলিস্তিনিদের জন্য খাদ্য বহনকারী প্রায় ১০০টি ট্রাক সহিংসভাবে লুট করা হয়েছিল। গাজায় ক্ষুধায় মানুষ হাহাকার করছে। এই পরিস্থিতিতে ত্রাণ নিয়ে ট্রাকগুলো ছিটমহলে প্রবেশ করলে এমন ঘটনা ঘটে। ১৩ মাসের যুদ্ধে লুটপাটের সবচেয়ে বাজে ঘটনাগুলোর একটি ছিল এটি। ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘ ত্রাণ সংস্থা (ইউএনআরডাব্লিউএ) সোমবার এ কথা জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।  </p> <p>প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য পরিবহনকারী ১০৯টি ট্রাকের মধ্যে ৯৮টিতে লুটের ঘটনা ঘটেছে। ঘটনার সময় কয়েকজন পরিবহনকারী আহত হন। তবে কারা এই অতর্কিত হামলা চালিয়েছে, তা বিস্তারিত কিছু বলেননি তিনি। </p> <p>তিনি রয়টার্সকে বলেন, ‘এমন ঘটনা... দক্ষিণ ও মধ্য গাজায় সাহায্য প্রবেশের চ্যালেঞ্জ তীব্র করে তুলেছে। গাজায় গুরুতর খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার ওপর নির্ভরশীল গাজার দুই মিলিয়নেরও বেশি মানুষের জীবন আজ বিপন্ন।’</p> <p>এদিকে হামাস টিভি চ্যানেল আল-আকসা গাজায় হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে বলেছে, ‘সহায়তা ট্রাক লুট করার সঙ্গে জড়িত ২০ জনেরও বেশি গ্যাং সদস্য নিহত হয়েছে। উপজাতীয় কমিটির সঙ্গে সমন্বয় করে হামাসের নিরাপত্তা বাহিনীর অভিযানে এ ঘটনা ঘটে।’</p> <p>এতে আরো বলা হয়েছে, ‘কেউ যদি এই ধরনের লুটপাট করতে সহায়তা করে তাহলে তাকে কঠোরভাবে দমন করা হবে। <br /> ডাব্লিউএফপি-এর একজন মুখপাত্র লুটপাটের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন, নিরাপত্তা সমস্যার কারণে গাজার অনেক রুট বর্তমানে চলাচলের অনুপযোগী।’</p> <p>একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মানবিক পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে। তারা বলছে, সাহায্য বিতরণের প্রধান সমস্যাটি ছিল জাতিসংঘের বিতরণ চ্যালেঞ্জ। তবে শুক্রবার জাতিসংঘের একজন সাহায্য কর্মকর্তা বলেছেন, ‘ইসরায়েলি অবরোধের কারণে ছিটমহলের উত্তরে কিছু অংশে সাহায্য সরবরাহ সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আগামী দশকে চীনের জনসংখ্যা ৫১ মিলিয়ন কমার আশঙ্কা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/18/1731925991-9bf4989c13221da464270f151d4201b2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আগামী দশকে চীনের জনসংখ্যা ৫১ মিলিয়ন কমার আশঙ্কা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/18/1448009" target="_blank"> </a></div> </div> <p>জাতিসংঘের দুটি সংস্থাও সোমবার রয়টার্সকে জানিয়েছে, গাজার ক্ষুধা পরিস্থিতি আরো জটিল হচ্ছে। ইউএনআরডাব্লিউএ সিনিয়র ইমার্জেন্সি অফিসার লুইস ওয়াটারিজ বলেছেন, ইউএন এজেন্সি ইউএনআরডাব্লিউএ এবং ওয়ার্ল্ড ফুড প্রগ্রামের সরবরাহ করা খাদ্য পরিবহনকারী একটি গাড়ির বহর কেরাম শালোম সীমান্ত ক্রসিং থেকে একটি অপরিচিত রুট দিয়ে স্বল্প নোটিশে রওনা হবে। ইসরায়েল অনুমোদন দেওয়ার পর এই ত্রাণ পাঠানো হচ্ছে।</p> <p>এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৫৮ জন। গতকাল সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।</p> <p>বেসরকারি মানবিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের (ফরাসি আদ্যক্ষরে এমএসএফ) আমান্দে বেজেরোল জানিয়েছেন, গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে। সংস্থাটির গাজা শহরে একটি ক্লিনিক রয়েছে।</p> <p>ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটিও (আইআরসি) উত্তর গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে। সম্প্রতি জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের (আইপিসি) দুর্ভিক্ষ পর্যালোচনা কমিটি জানিয়েছে, উত্তর গাজায় দুর্ভিক্ষ আসন্ন।</p> <p>গতকাল এক বিবৃতিতে আইআরসি বলেছে, ‘আগামী মাসগুলোতে উত্তর গাজায় খাদ্য সংকটের মুখোমুখি হওয়া মানুষের সংখ্যা তিন গুণ হবে বলে ধারণা করা হচ্ছে।</p> <p>সূত্র : রয়টার্স, আলজাজিরা</p>