<p style="text-align:justify">লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় গত দুই মাসে ২০০'র বেশি শিশু নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে আর অন্তত ১১০০ শিশু। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে। </p> <p style="text-align:justify">মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইউনিসেফ জানায়, লেবাননে দিনে গড়ে ৩ শিশুকে হত্যা করা হচ্ছে। এ বিষয়ে ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, কয়েকদিনের মধ্যে লেবাননে ২০০র বেশি শিশু নিহত হলেও এই সহিংসতা থামাতে সক্ষম ব্যক্তিরা কার্যত কোনো পদক্ষেপ নিচ্ছেন না। লেবাননের শিশুদের জন্য এটি ভয়াবহতার একটি নীরব স্বাভাবিককরণে পরিণত হয়েছে।</p> <p style="text-align:justify">গত ১০ দিনে ইসরায়েলের অন্তত ছয়টি হামলার একটি তালিকা করেছেন জেমস এল্ডার যেখানে শিশুদের হত্যা করা হয়েছে। লেবাননে যা হচ্ছে তার সঙ্গে গাজায় ইসরায়েলি বর্বরতার মিল রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় অন্তত ১৭ হাজার ৪০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ইসরায়েলি হামলায় লেবাননে ৩৪৫২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ২৩১ জন শিশু। এ সময়ে আহত ১ হাজার ৩৩০ জন শিশু।</p>