<p>এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে হতাশ মার্কিনরা নামমাত্র মূল্যে বাড়ি কেনার সুযোগ পাচ্ছেন। ইতালির দ্বীপ সার্ডিনিয়ার একটি গ্রামে মাত্র এক ডলারে সুযোগটি দেওয়া হচ্ছে।</p> <p>ইতালির বিভিন্ন স্থানের মতো সার্ডিনিয়া দ্বীপের ওলোলাই গ্রামে দীর্ঘদিন ধরে বাইরের বাসিন্দাদের দিয়ে বসতি গড়ার জোর চেষ্টা চলছে। কয়েক দশক ধরেই গ্রামটিতে লোকজনের বসবাস কমে যাচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইরানে অন্তর্বাস পরে প্রতিবাদ জানানো সেই তরুণীর ভাগ্যে যা ঘটল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732173628-6fd33470dea458ab90e18c964caa6eb9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইরানে অন্তর্বাস পরে প্রতিবাদ জানানো সেই তরুণীর ভাগ্যে যা ঘটল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/21/1449053" target="_blank"> </a></div> </div> <div class="d-flex justify-content-center">বাসিন্দা না থাকায় অনেক ঘরবাড়ি জরাজীর্ণ হয়ে পড়ছে। গ্রামটিতে মানুষের আনাগোনা বাড়াতে আকর্ষণীয় উদ্যোগ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গ্রামটি সবুজ পাহাড়ে ঘেরা। একেবারে সাজানোগোছানো। বাড়িগুলো সারি সারি। পথও ভালো। চাইলেই সেখানে দোকান ও রেস্তোরাঁ চালু করা যাবে। স্থায়ী আবাস গড়া যাবে সেখানে। বাড়ি কেনার জন্য গুনতে হবে এক ডলার। </div> <p>সূত্র : সিএনএন<br />  </p>