<p style="text-align:justify">পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) দেশটির দুর্নীতি দমনবিষয়ক আদালতের বিচারক নাসির জাভেদ রানা এ আদেশ দেন।</p> <p style="text-align:justify">সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, ১৯ কোটি পাউন্ডের মামলা হিসেবে পরিচিত আল-কাদির ট্রাস্ট মামলার একাধিক শুনানিতে অনুপস্থিত থাকায় বুশরা বিবির বিরুদ্ধে এ জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।</p> <p style="text-align:justify">বুশরা বিবিকে গ্রেপ্তারের একটি আদেশনামা পুলিশের কাছে পাঠানো হয়েছে। তাকে আগামী মঙ্গলবারের (২৬ নভেম্বর) মধ্যে আদালতে উপস্থিত করতে বলেছেন আদালত।</p> <p style="text-align:justify">এই শুনানিতে পিটিআইয়ের ইমরান খানকেও উপস্থিত করা হয়। এসময় আসামিপক্ষের এক আইনজীবী বুশরা বিবির অসুস্থতার কথা জানিয়ে গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের অনুরোধ করেন। এসময় আদালত বলেছেন, বুশরা বিবি আল-কাদির ট্রাস্ট মামলার অন্তত আটটি শুনানিতে অনুপস্থিত ছিলেন। একইসঙ্গে বুশরা বিবির জামিনের জামিনদারের বিরুদ্ধেও একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।</p> <p style="text-align:justify">তোশাখানা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ৯ মাস রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ছিলেন বুশরা বিবি। গত মাসে তিনি এ মামলা থেকে জামিন পান। গতকাল বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বুশরা বিবি বলেন, ‘২০২২ সালে ইমরান খান সরকারের পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল।’ তার এই বক্তব্যের পর শুরু হয়েছে বিতর্ক। আগামী রবিবার বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতেও পিটিআই সমর্থকদের আহ্বান জানিয়েছেন বুশরা।</p>