<p style="text-align:justify">ভারতের দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন জোট (এনডিএ) বিপুল ভোটে জয়ী হয়েছে। তবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোটই (ইন্ডিয়া) ঝাড়খণ্ডে আবার ক্ষমতায় ফিরছে।</p> <p style="text-align:justify">মহারাষ্ট্রের বিধানসভা ভোটের ফলাফলে দেখা যাচ্ছে, ২৮৮টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ২৩১টি আসন। আর শিবসেনা (উদ্ভব ঠাকরে)-এনসিপি-কংগ্রেসের জোট পেয়েছে ৪৯টি আসন।</p> <p style="text-align:justify">মে মাসে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে বিরোধী জোট মহা বিকাশ আঘাদি মহারাষ্ট্রের মোট ৪৮টি আসনের মধ্যে ৩০টি আসন জিতেছিল। মাত্র পাঁচ মাসের মধ্যেই চিত্রটা সম্পূর্ণ পাল্টে গেল।</p> <p style="text-align:justify">অন্যদিকে, ঝাড়খণ্ডের ৮১ আসনের বিধানসভায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-কংগ্রেস জোট পেয়েছে ৫৬টি এবং বিজেপি জোট পেয়েছে ২৪টি আসন।</p> <p style="text-align:justify">এবারের ঝাড়খণ্ড নির্বাচনে বিজেপির প্রচারের প্রধান অস্ত্র হয়ে উঠেছিল ‘বাংলাদেশি অনুপ্রবেশ’ ইস্যুটি।</p> <p style="text-align:justify">ভোট ঘোষণার আগে থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচনী সভাগুলোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও বারবার বলেছেন যে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডের আদিবাসীদের জমি দখল করে নিচ্ছে।</p> <p style="text-align:justify">ওই রাজ্যে ভোটের প্রধান কৌশলী হিসাবে নিয়ে আসা হয়েছিল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। তিনি নিজের রাজ্যেও বারবার বাংলাদেশি অনুপ্রবেশের ইস্যু তুলে থাকেন।</p> <p style="text-align:justify">নির্বাচনের প্রচার চলাকালীন ওই রাজ্যে বিজেপি এই ইস্যুটিকেই প্রধান করে তুলেছিল, যাতে হিন্দু ভোট একজোট হয়, আবার আদিবাসীদের যে ভোট বিজেপি হারিয়েছিল লোকসভা নির্বাচনে তারও কিছুটা অংশ যেন ফিরে আসে।</p> <p style="text-align:justify">তবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জায়গা-জমি দখল করে নিচ্ছে, অথবা আদিবাসী নারীদের বিয়ে করে নিচ্ছে, বিজেপির তোলা এইসব প্রচারণার কোনো ভিত্তি খুঁজে পায়নি বিবিসি।</p> <p style="text-align:justify">মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন মাত্র একবার বিষয়টা নিয়ে মুখ খুলেছিলেন এবং সেখানেও বিজেপিকে পাল্টা প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশি অনুপ্রবেশের কথা বলা হচ্ছে, তাহলে কী করে সে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে, কী করে তার বিমান ভারতের মাটিতে নামার অনুমতি দেওয়া হয়েছে। তাহলে কি বাংলাদেশের সঙ্গে আসলে বিজেপিরই কোনো গোপন বোঝাপড়া আছে?</p> <p style="text-align:justify">বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশি অনুপ্রবেশ যে আদৌ বিজেপির পক্ষে কাজ করেনি, তা ভোটের ফলেই বোঝা যাচ্ছে।</p>