<p style="text-align:justify">ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় ১১ ইসরায়েলি আহত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। </p> <p style="text-align:justify">হিজবুল্লাহর দাবি, প্রথমবারের মতো ইসরায়েলের আশদোদ নৌঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। এরসঙ্গে তেল আবিবের সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। লেবাননের বৈরুতে দখলদার ইসরায়েলের ভয়াবহ হামলায় ২৯ জন নিহতের পরদিনই এই তেল আবিবে এই হামলা চালাল হিজবুল্লাহ।</p> <p style="text-align:justify">এদিন তেল আবিব শহরতলীসহ মধ্য ও উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সামরিক বাহিনী প্রথমে জানায়, লেবানন থেকে ২৫০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যদিও পরে জানানো হয়েছে ৩৪০টি ড্রোন-ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। </p>