<p style="text-align:justify">সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা আন্দোলনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দেশটির রাজধানী ইসলামাবাদে। বিক্ষোভে ৪ নিরাপত্তা সদস্যসহ ৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর জিও নিউজের। </p> <p style="text-align:justify">নিরাপত্তা–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রীনগর মহাসড়কে কিছু দুষ্কৃতকারী নিরাপত্তারক্ষী রেঞ্জার্স কর্মীদের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছে। এ ঘটনায় চার রেঞ্জার্স সদস্য নিহত এবং দুই পুলিশ সদস্যসহ আরো ৫ রেঞ্জার্স সদস্য আহত হয়েছেন। এতে এক বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। </p> <p style="text-align:justify">পিটিআইয়ের বিক্ষোভ চলাকালে একই ধরনের ঘটনায় এ পর্যন্ত চারজন রেঞ্জার ও দুই পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক পুলিশ। আহত ব্যক্তিদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক।</p> <p style="text-align:justify">এদিকে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় সংবিধানের ২৪৫ ধারা সক্রিয় করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কঠোরভাবে বিক্ষোভ নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের বরাত দিতে জিও টিভি জানিয়েছে, ‘শুট অ্যাট সাইট’ বা দেখামাত্র গুলির নির্দেশও দেওয়া হয়েছে। </p> <p style="text-align:justify">এদিন ইসলামাবাদের ডি চকে জমায়েত করার ঘোষণা দিয়েছেন পিটিআই নেতা-কর্মীরা। তাদের ঠেকাতে গত দুইদিন ধরে নানান পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। কাটাতার ও কন্টেইনার দিয়ে ডি চককে ঘিরে ফেলা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।  </p> <p style="text-align:justify">রবিবার থেকেই কারাবন্দী ইমরান খানের ডাকা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পাকিস্তান। রাজধানী ইসলামাবাদ অভিমুখে দলটির নেতা-কর্মীরা মিছিল এগুতে থাকেন। তবে আগে থেকেই ইসলামাবাদ অভিমুখের সড়কে ব্যারিকেড দেয় কর্তৃপক্ষ। পিটিআই সমর্থকদের গ্রেপ্তার ও পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপের খবরও আসে। এছাড়া সেখানকার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। তবে এসব প্রতিবন্ধকতা উপেক্ষা করে ছোট বড় দলে ইসলামাবাদে এসেছেন হাজার হাজার পিটিআই নেতাকর্মী। ইসলামাবাদ অভিমুখী গাড়িবহরে রয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর ও ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। ইসলামাবাদের ডি চক এলাকায় তাদের বিক্ষোভ করার কথা রয়েছে।</p>