<p style="text-align:justify">কানাডায় একটি গরিলার মৃত্যু নিয়ে শুরু হয়েছে আলোচনা। দেশটির আলবার্টার ‘কেলগেরি জ্যু’তে আইয়ার নামের দুই বছর বয়সী ওই গরিলাটির মৃত্যু হয়। এই চিড়িয়াখানার একটি বড় অংশ সেন্ট জর্জ দ্বীপে অবস্থিত।</p> <p style="text-align:justify">উত্তর আমেরিকার দেশ কানাডায় প্রাকৃতিক কারণ ছাড়া কোনো প্রাণী মারা গেলে ব্যাপক আলোড়ন তৈরি হয়। এমনকি প্রাণী সংরক্ষণ কর্মীরা আদালত পর্যন্ত যায়। এবারো অনেকে আওয়াজ তুলছেন। আইয়ার নামের ওই গরিলাটির মৃত্যু সিএনএন, নিউ ইয়র্ক পোস্টসহ বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।</p> <p style="text-align:justify">চিড়িয়াখানার কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে মাথায় হাইড্রোলিক দরজার আঘাত পাওয়ার পর এই গরিলাটির মৃত্যু হয়। এক কর্মচারীর ভুলেই এই দুর্ঘটনা ঘটে। ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে ও চিড়িয়াখানায় কর্মরতদের আরো দক্ষ করার ব্যাপারে নজর দেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।</p> <p style="text-align:justify">চিড়িয়াখানার পরিচালক কলিন বেয়ার্ড বলেন, ‘এই ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে আঘাত করেছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে আমরা যথাসাধ্য চেষ্টা করব।’</p> <p style="text-align:justify">তিনি জানান, ওই গরিলাটি নিহতের ঘটনায় জড়িত কর্মীকে প্রত্যাহার করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে কর্মীদের প্রশিক্ষণ ও প্রাণীদের আচরণগত প্রশিক্ষণসহ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।</p> <p style="text-align:justify">কেলগেরি চিড়িয়াখানার একজন মুখপাত্র বলেন, ‘প্রায় ১০০ প্রজাতির ৪ হাজারের বেশি প্রাণী সংরক্ষিত আছে এখানে। আমরা প্রাণীদের ভালোবাসি ও যত্ন করি।’</p> <p style="text-align:justify">কানাডায় প্রাকৃতিক কারণ ছাড়া চিড়িয়াখানায় প্রাণীর মৃত্যু এবারই প্রথম নয়। ২০১৬ সালে চিড়িয়াখানার এক কর্মচারীর ‘অননুমোদিত’ প্যান্টে আটকে যাওয়ায় একটি ভোদড় মারা যায়।</p> <p style="text-align:justify">২০১৩ সালে দুর্ঘটনাবশত লাঠি গিলে ফেললে একটি পেঙ্গুইন মারা যায়। এছাড়া ২০০৯ সালে একটি ক্যাপিবারা হাইড্রোলিক দরজায় পিষ্ট হয়ে মারা যায়। ওই সময়ও বিষয়টি নিয়ে তোলপাড় হয়েছিল।</p>