<p>পূর্ব উগান্ডার বেশ কয়েকটি গ্রামে ভূমিধসের ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১০০ জনেরও বেশি নিখোঁজ রয়েছে, তাদের সবার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। পূর্ব আফ্রিকার দেশটিতে গত কয়েকদিনে ভারী বর্ষণের ফলে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এরপরেই সরকার জাতীয় দুর্যোগ সতর্কতা জারি করে। </p> <p>রাজধানী কাম্পালা থেকে প্রায় পাঁচ ঘণ্টা দূরে পূর্ব বুলামবুলি জেলার মাসুগু গ্রামে গত বুধবার গভীর রাতে ভূমিধস হয়। স্থানীয় মিডিয়ার ছবিতে দেখা যাচ্ছে, মাটির বিশাল অংশ ভেঙ্গে পড়েছে। </p> <p>উগান্ডার পুলিশ এক্স-এ পোস্ট করা একটি বিবৃতিতে বলেছে, ‘মোট ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এ ছাড়া আরো ১৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’ সেখানে আরো বলা হয়, ‘দুর্ভাগ্যবশত ১১৩ জন এখনও নিখোঁজ। তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।’</p> <p>বিবৃতিতে আরো বলা হয়েছে, পাঁচটি গ্রাম মাসুগু, নামাচেলে, নাটোলা, নামাগুগু এবং তাগালু ক্ষতিগ্রস্থ হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী রবিনাহ নাব্বাঞ্জা এনবিএস টেলিভিশনকে জানান, ‘ধরণা করা হচ্ছে নিখোঁজদের সবার মৃত্যু হয়েছে।’</p> <p>তিনি বলেন, ‘নিখোঁজদের লাশ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া অন্তত ১৯ জন আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।’</p> <p>জেলা প্রশাসক ফাহিরা এমপালনি গতকাল বৃহস্পতিবার ভোরে বলেছেন, ‘মাসুগু গ্রাম থেকে এ পর্যন্ত একটি শিশুসহ ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’ তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্থ এলাকার আকার এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে, বেশ কিছু লোক নিখোঁজ। সম্ভবত ধ্বংসাবশেষে চাপা পড়েছে।’ </p> <p>উগান্ডার রেড ক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা এক্স-এ বলেছেন, ‘সাতটি শিশুসহ ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় ৪৫টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংষ হয়ে গেছে।’ পুলিশ জানিয়েছে, ‘দুর্গম রাস্তা, অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী যানকে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।’ </p> <p>উগান্ডা রেড ক্রসের একটি ভিডিওতে দেখানো হয়েছে, একদল মানুষ মরিয়া হয়ে মাটি খুঁড়ছে বেঁচে থাকা লোকদের সন্ধানে। উদ্ধারে সহায়তার জন্য প্রায় ৫০০ সেনা মোতায়েনে কথা বলা হলেও মাত্র ১২০ জন গ্রামে পৌঁছাতে সক্ষম হয়েছে।</p> <p>উগান্ডার প্রধানমন্ত্রীর কার্যালয় একটি সতর্কতা জারি করে এক্স-এ লিখেছে, ‘উগান্ডার কিছু অংশে গত বুধবার ভারী বৃষ্টিপাতের ফলে অনেক এলাকায় দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নীল নদের একটি উপনদী বৃষ্টির কারণে উপচে পড়ে উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। আটকে পড়া গাড়ি চালকদের উদ্ধারে জরুরি দল মোতায়েন করা হয়েছে।’</p> <p>সূত্র : এএফপি</p>