<p>আন্তর্জাতিক সংহতি দিবসে ফিলিস্তিনিদের গনহত্যার বিচারের দাবি করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু। আলজাজিরার লাইভ প্রতিবেদনে এ খবর বলা হয়েছে। মোহাম্মদ মুইজ্জু আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত হওয়ার এবং ইসরায়েলকে ফিলিস্তিনি ভূখণ্ডের অবৈধ দখলের অবসানের দাবি করেছেন। এ ছাড়া গণহত্যা চালানো সকল দোষীদের বিচার দাবি করেছন।</p> <p>ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি জানিয়ে মুইজ্জু আন্তর্জাতিক সংহতি দিবসে বলেন, ‘ফিলিস্তিনি জনগণের সংগ্রাম মালদ্বীপেরও সংগ্রাম।’</p> <p><iframe frameborder="0" height="390" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://twitter.com/MMuizzu/status/1862349862773063878" width="390"></iframe></p> <p>তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত হওয়ার এবং ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের অবিলম্বে অবসানের দাবি জানাই। গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহিতার দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সকল রাজনৈতিক ইচ্ছা ও অর্থনৈতিক শক্তিকে কাজে লাগাতে আহবান জানাই।’</p> <p>তিনি আরো বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সমস্যার একটি স্থায়ী সমাধান সম্ভব হতে পারে।’</p> <p>এদিকে, ইসরায়েলের হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় ৪৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ৫৩ জন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। </p> <p>বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসলায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৪ হাজার ৩৩০ জনে এবং মোট আহত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৯৩৩ জন। আজও আরো মৃত্যুর খবর পাওয়া গেছে গাজায়।</p> <p>সূত্র : আলজাজিরা </p>