<p>আজ শনিবার বিকেলের মধ্যেই তামিলনাড়ু উপকূলে ঘূর্ণিঝড় ‘ফেনজল’ আছড়ে পড়ার কথা জানিয়েছিল ভারতের আবহাওয়া অধিদপ্তর। শেষ খবর পাওয়া পর্যন্ত, উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়টি। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে ঘূর্ণিঝড় ফেনজলের প্রভাবে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। আনন্দবাজারের প্রতিবেদনে এই খবর জানানো হয়।  </p> <p>এদিকে কয়টি জেলাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টি আর ঝোড়ো হাওয়া কারণে চেন্নাই বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল থেকে ২২টি বিমান বাতিল করা হয়েছে। শুধু বিমান পরিষেবাই নয়, লোকাল ট্রেন পরিষেবাও কিছুটা নিয়ন্ত্রণ করা হচ্ছে।</p> <p>ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২-৩ দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় সর্বাধিক গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার। তামিলনাড়ু ছাড়াও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং অভ্যন্তরীণ কর্নাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।</p> <p>আবহাওয়া বিভাগের তথ্য অনুয়াযী, পুদুচেরি থেকে ১৫০ কিলোমিটার পূর্বে, চেন্নাই থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, নাগাপত্তিনম থেকে ২১০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে ৪০০ কিলোমিটার উত্তরে অবস্থান করেছে ঘূর্ণিঝড়টি। পুদুচেরির কাছে কারাইকল এবং মহাবলীপুরমের মাঝে বিকেলের দিকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ফেনজল।</p> <p>এদিকে তামিলনাড়ু সরকার চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপাট্টুতে সব স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সরকারি কর্মী এবং তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের শনিবার বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। পুদুচেরিতে সমুদ্রসৈকত থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া পর্যটকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়ে ঘোষণা করা হয়েছে।</p> <p>সূত্র : আনন্দবাজার</p>