<p>ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েল, তাদের মধ্যে বেশির ভাগই ইসরায়েলি ইহুদি। এ ঘটনায় দেশটিতে শঙ্কা সৃষ্টি হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। চারটি ইসরায়েলি নিরাপত্তা সূত্র জানিয়েছে এ তথ্য। </p> <p>ইসরায়েলি নিরাপত্তা পরিষেবা শিন বেট জানিয়েছে, কথিত এই গুপ্তচরদের মধ্যে একটি দলের লক্ষ্য ছিল ইসরায়েলি এক পরমাণুবিজ্ঞানী এবং সাবেক সামরিক কর্মকর্তা হত্যা। বাকিরা ইসরায়েলি সামরিক ঘাঁটি ও বিমান প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছিল। তবে তারা তাদের কাজে সফল হয়নি বলে জানা গেছে।</p> <p>গত সপ্তাহে ইসরায়েলের পুলিশ বলেছে, পিতা ও পুত্রের একটি দল গোলান মালভূমিসহ ইসরায়েলি বাহিনীর গতিবিধির বিশদ বিবরণ সংগ্রহ করছিল, ওই এলাকাতেই পিতা- পুত্রের বসবাস। </p> <p>চারজন কর্মরত এবং সাবেক সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, গত দুই বছরে ইরানি গোয়েন্দারা বারবার চেষ্টা করছে সাধারণ ইসরায়েলিদের দিয়ে অর্থের বিনিময়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে ও হামলা চালাতে। সূত্রগুলো বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।</p> <p>একজন সাবেক শীর্ষ শিন বেট কর্মকর্তা শালম বেন হানান বলেছেন, ‘এখানে একটি বড় ঘটনা রয়েছে।’ তিনি জানান, আশ্চর্যজনক সংখ্যক ইহুদি নাগরিক, যারা জেনেশুনে গোয়েন্দা তথ্য সংগ্রহ বা নাশকতা ও হামলার পরিকল্পনা করছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে ইরানের পক্ষে কাজ করতে সম্মত হচ্ছে।</p> <p>শিন বেট বা ইসরায়েলি পুলিশ এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের জবাব দেয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো প্রশ্নের জবাব দেয়নি। গ্রেপ্তারের পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইরানের জাতিসংঘ মিশন ইসরায়েলি নাগরিকদের দিয়ে গুপ্তচরবৃত্তি করানোর বিষয়টি স্বীকার বা অস্বীকার কিছুই করেনি।</p> <p>পুলিশ এবং শিন বেট জানিয়েছে, গুপ্তচরদের মধ্যে অন্তত দুজন সন্দেহভাজন ইসরায়েলের অতি-অর্থোডক্স সম্প্রদায়ের। আদালতের রেকর্ড এবং আনুষ্ঠানিক বিবৃতি অনুয়াযী, ‘অভিযুক্ত গুপ্তচররা মূলত ইসরায়েলি অভিবাসী, ইসরায়েলি সেনাবাহিনী থেকে পালিয়ে যাওয়া সেনা বা যৌন অপরাধের জন্য দোষী কোনো ব্যক্তি।’ </p> <p>শিন বেট বলেছেন, গুপ্তচরদের বেশির ভাগ কার্যকলাপ হলো, দেয়ালে নেতানিয়াহু বিরোধী বা সরকারবিরোধী গ্রাফিতি আঁকা এবং গাড়ির ক্ষতি করা। তবে গুপ্তচরদের সংখ্যা বৃদ্ধি পাওয়া, আরব নাগরিকদের পাশাপাশি অনেক ইহুদি ইসরায়েলি গ্রেপ্তারের ঘটনা দেশটিতে উদ্বেগ সৃষ্টি করেছে।</p> <p>গত ২১ অক্টোবর শিন বেট বলেছিল, ‘গুপ্তচরবৃত্তির কার্যকলাপগুলো ইসরায়েল রাষ্ট্রের জানা সবচেয়ে মারাত্মক ঘটনাগুলোর মধ্যে একটি।’</p>