<p>জর্দানের একটি বেসরকারি বয়স্ক পরিচর্যা কেন্দ্রে আগুন লেগে ৬ জনের মুত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রার খবরে এ কথা বলা হয়েছে। এ ঘটনায় ৬০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। </p> <p>জর্দানের সামাজিক উন্নয়ন মন্ত্রী ওয়াফা বানি মুস্তাফা জানিয়েছেন, আজ শুক্রবার ভোরে একটি বেসরকারি বয়স্ক পরিচর্যা কেন্দ্রে আগুন লেগেছে। এ ঘটনায় সেখানের ছয়জন বাসিন্দার মৃত্যু হয়েছে এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া আরো ৫৫ জন আহত হয়েছেন।</p> <p>হোয়াইট ফ্যামিলি অ্যাসোসিয়েশনের বয়স্ক পরিচর্যা কেন্দ্রের প্রথম তলায় আগুনের সূত্রপাত ঘটে। পরিচর্যা কেন্দ্রের ৮০ বর্গ মিটার (৮৬০ বর্গফুট) এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। ওই তলায় ১১১ জন বাসিন্দা বাসবাস করতেন।</p> <p>বানি মুস্তাফা আরো বলেন, কর্তৃপক্ষ বাকি সব বাসিন্দাদের বিকল্প পরিচর্যা সুবিধায় সরিয়ে নিয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জাফর হাসান বলেছেন, সরকার অগ্নিকাণ্ডে আহতদের সরকার প্রয়োজনীয় সব চিকিৎসা সেবা দিবে।</p> <p>সূত্র : এএফপি</p>