<p>সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর দেশটির ক্ষমতা দখলকারী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সঙ্গে ‘সরাসরি যোগাযোগ’ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন শনিবার এ তথ্য জানিয়েছেন।</p> <p>ব্লিনকেনের এ মন্তব্য এইচটিএসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগের প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি। যদিও এই গোষ্ঠী এখনো যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে।</p> <p>ব্লিনকেন জানান, বিশেষ করে নিখোঁজ মার্কিন সাংবাদিক অস্টিন টাইসের বিষয়ে যুক্তরাষ্ট্র এইচটিএসের সঙ্গে আলোচনা করেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মধ্যপ্রাচ্যে ‘স্বপ্নভঙ্গ’, ইরানের কাছে যেসব বিকল্প আছে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734249458-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মধ্যপ্রাচ্যে ‘স্বপ্নভঙ্গ’, ইরানের কাছে যেসব বিকল্প আছে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/15/1457709" target="_blank"> </a></div> </div> <p>এ ছাড়া জর্দানে আরবদেশ, তুরস্ক ও ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর ব্লিনকেন সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার প্রতি সমর্থন জানান। বৈঠক শেষে একটি যৌথ বিবৃতিতে অন্তর্ভুক্তিমূলক সিরীয় সরকার গঠনের আহ্বান জানানো হয়, যা সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য আশ্রয়স্থল হবে না।</p> <p>সিরিয়ার বর্তমান প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই সংরক্ষণ ও সংস্কার করতে হবে উল্লেখ করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ‘আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাসবাদকে কখনোই সুযোগ দিতে পারি না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সিরিয়ায় এখন যা যা ঘটতে পারে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734252955-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সিরিয়ায় এখন যা যা ঘটতে পারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/15/1457722" target="_blank"> </a></div> </div> <p>অন্যদিকে বৈঠকের মাঝেই ইসরায়েল সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে, যা আঞ্চলিক নিন্দার মুখে পড়েছে। জাতিসংঘের মহাসচিব সিরিয়ার ওপর ইসরায়েলের শতাধিক বিমান হামলার বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।</p> <p>একসময় আল-কায়েদার অংশ থাকা এইচটিএস এখন সিরিয়ার সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছে। যদিও দলটি সম্প্রতি বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর প্রতি সহনশীলতা প্রদর্শনের প্রতিশ্রুতি দিয়েছে। তবে তাদের অতীতের জিহাদি কর্মকাণ্ড নিয়ে সন্দেহ থেকেই গেছে। অন্যদিকে সিরিয়ার নতুন নেতৃত্বের জন্য দেশের ভেতরে ও বাইরে একতা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, যাতে দেশটির জনগণ তাদের সদ্য অর্জিত স্বাধীনতার ওপর ভিত্তি করে একটি স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।</p> <p>সূত্র : বিবিসি</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইসরায়েল নিজস্ব পরিকল্পনায় মধ্যপ্রাচ্যের রূপান্তর চায়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/12/1734018576-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইসরায়েল নিজস্ব পরিকল্পনায় মধ্যপ্রাচ্যের রূপান্তর চায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/12/1456798" target="_blank"> </a></div> </div>