<p>ভিয়েতনামের হ্যানয়েতে একটি ক্যাফে ও কারাওকে বারে অগ্নিসংযোগের ঘটনায় ১১ জনের মৃত্যু এবং আরো দুইজন আহত হয়েছে। ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার এ ঘটনায় একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <p>আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাফেটির এক কর্মীর সঙ্গে তর্কের জেরে ওই ব্যক্তি পেট্রোল ঢেলে সেখানে আগুন ধরিয়ে দেয় এবং প্রাণহানির এ ঘটনা ঘটে।  </p> <p>পুলিশ এক বিবৃতিতে বলেছে, সন্দেহভাজন ওই লোকটি ক্যাফের কর্মীর সঙ্গে তর্কের পরে তিনতলা ক্যাফের নিচতলায় পেট্রোল ব্যবহার করে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন। ভিয়েতনামের রাষ্ট্রচালিত তিয়েন ফং সংবাদপত্র জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তির বয়স ৫০ বছরের বেশি।</p> <p>প্রকাশ পাওয়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, গতকাল বুধবার রাত ১১টার পরে এবং অগ্নিকাণ্ড শুরু হওয়ার কয়েক সেকেন্ড আগে একজন ব্যক্তি একটি বালতি নিয়ে ক্যাফের দিকে এগিয়ে যাচ্ছেন।</p> <p>ঘটনাস্থলে ছুটে আসা উদ্ধারকর্মীরা ভবন থেকে সাতজনকে জীবিত অবস্থায় বের করে আনতে সক্ষম হয়েছে। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ফুটেজে দেখা গেছে, একটি বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। দমকল কর্মীরা ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে এবং চারদিকে প্রচুর মানুষের ভিড়। </p> <p>লাও ডং সংবাদপত্র একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে, ‘ঘটনার সময় আমরা অনেক লোককে সাহায্যের জন্য চিৎকার করতে দেখেছি কিন্তু কাছে যেতে পারিনি, কারণ আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। এমনকি একটি সিঁড়ি দিয়েও আমরা উপরে উঠতে পারিনি।’ </p> <p>একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিয়েন ফং সংবাদপত্র জানায়, ঘটনাস্থলে পেট্রোলের তীব্র গন্ধ পাওয়া গেছে। যারা ভিতরে আটকা পড়েছিল তারা বাইরে বের হওয়ার জন্য চিৎকার করছিল, কিন্তু কেউ সাহায্যের জন্য আসতে পারেনি।</p> <p>সূত্র : আলজাজিরা।<br />  </p>