<p>এবার দিল্লির স্কুলগুলোতে অধ্যয়নরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের শনাক্ত করার নির্দেশ দিয়েছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মিউনিসিপ্যাল কর্পোরেশন অব দিল্লির (এমসিডি) সব জোনের সরকারি স্কুলগুলিকে অবিলম্বে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সাপ্তাহিক রিপোর্টও দিতে হবে স্কুলগুলোকে।</p> <p>দিল্লি সরকারের (জিএনসিটিডি) প্রধান সচিব (হোম) কর্তৃক পরিচালিত এক ভার্চ্যুয়াল বৈঠকে এই নির্দেশনাগুলো নিয়ে প্রথম আলোচনা করা হয়। আলোচনার ভিত্তিতে মিউনিসিপ্যাল কর্পোরেশন অব দিল্লি (এমসিডি) সংশ্লিষ্ট দপ্তর প্রধান ও জোনাল কর্তৃপক্ষকে অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করতে ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আরেকটি মামলায় খালাস পেলেই মুক্ত হবেন বাবর" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734841784-76015fd4e68a236f3610dc4de6deb166.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আরেকটি মামলায় খালাস পেলেই মুক্ত হবেন বাবর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/12/22/1460052" target="_blank"> </a></div> </div> <p>দিল্লি নগর নিগম এই মুহূর্তে আম আদমির দখলে। তবে দিল্লির আইন শৃঙ্খলার দায়িত্ব সরাসরি অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীনে। জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশেই দিল্লি পুরনিগমের তরফ থেকে স্কুলগুলিকে অবিলম্বে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। দরকারে সব ছাত্র-ছাত্রীদের পরিচয়পত্র খতিয়ে দেখতে বলা হয়েছে। সন্দেহভাজন ছাত্র-ছাত্রীদের তথ্য সাপ্তাহিক ভিত্তিতে জমা দিতে হবে প্রশাসনকে। তারপর প্রশাসন ওই ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ পরিবার সম্পর্কে তথ্য অনুসন্ধান করবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাত মিলনায়তনের নাম পরিবর্তন, ‘অযৌক্তিক’ ভাবছেন গুণীজনেরা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734841304-d4d0a896c5a1d76af882414b6f86625f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাত মিলনায়তনের নাম পরিবর্তন, ‘অযৌক্তিক’ ভাবছেন গুণীজনেরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/22/1460050" target="_blank"> </a></div> </div> <p>এছাড়া এমসিডি সকল জোনকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দখলকৃত জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। বৈঠকের আলোচনার ভিত্তিতে এমসিডি সংশ্লিষ্ট দপ্তর প্রধান ও জোনাল কর্তৃপক্ষকে অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করতে ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে। স্কুলে ভর্তি নেওয়ার সময় সঠিক পরিচয় যাচাইয়ের ওপর জোর দেওয়া হয়েছে।</p> <p>এমসিডির ডেপুটি কমিশনার বিপি ভারদ্বাজ জানান, জন্ম নিবন্ধনের সময় অবৈধ বাংলাদেশি অভিবাসীদের যেন কোনো জন্ম সনদ ইস্যু না করা হয়, তা নিশ্চিত করতে জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া জন্ম নিবন্ধন যাচাইয়ে অভিযান পরিচালনার নির্দেশও দেওয়া হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পঞ্চগড়ে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে, বিপর্যস্ত জনজীবন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734839262-8de41d2ac5e2b3ce04745dbedbc83694.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পঞ্চগড়ে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে, বিপর্যস্ত জনজীবন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/22/1460048" target="_blank"> </a></div> </div> <p>এমসিডি জানিয়েছে, প্রতি শুক্রবার কী কী ব্যাবস্থা নেওয়া হয়েছে তার রিপোর্ট ডেপুটি কমিশনারের (এইচকিউ) কাছে জমা দিতে হবে। সকল স্কুল প্রধানকে ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।</p> <p>সূত্র : <strong>হিন্দুস্তান টাইমস</strong></p>