<p style="text-align:justify">তুরস্কের একটি বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে কারখানাটির ১৩ কর্মী নিহত ও ৪ জন আহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। </p> <p style="text-align:justify">স্থানীয় গভর্নরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে বালিকেসির প্রদেশের কাভাকলি গ্রামে অবস্থিত ওই কারখানায় স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে জানা গেছে বিস্ফোরণে ১২ কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ৪ কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। </p> <p style="text-align:justify">দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ারলিকায়া বলেন, বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি, তবে এটা যে নাশকতা নয় তা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।</p> <p style="text-align:justify">ঘটনার পরপরই সেখানে ফায়ার সার্ভিস কর্মীদের মোতায়েন করা হয়। এছাড়া স্বাস্থ্য নিরাপত্তা কর্মীরা সেখানে কাজ শুরু করেন। আন্তর্জাতিক বাজারে বিক্রি জন্য কারখানাটিতে অস্ত্র ও গোলাবারুদ তৈরি করা হতো। </p>