<p>জাতীয় নিরাপত্তার প্রয়োজনে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড অধিগ্রহণ করতে পারে—এমনই দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার উত্তর দিলেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট এগেডে সোমবার রাতে জানান, গ্রিনল্যান্ড বিক্রি করা হবে না। ফলে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তার কোনো সারগর্ভ নেই।</p> <p>নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট রবিবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ‘পৃথিবীর সুরক্ষা ও মার্কিন জাতীয় নিরাপত্তার কথা ভেবে যুক্তরাষ্ট্র মনে করে, গ্রিনল্যান্ডের অধিগ্রহণ প্রয়োজন। একমাত্র যুক্তরাষ্ট্রই গ্রিনল্যান্ড চালাতে পারে।’</p> <p>ট্রাম্পের মন্তব্যের উত্তরে ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছিলেন, গ্রিনল্যান্ড বিক্রি করা সম্ভব নয়, তবে ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী অবশ্য সরাসরি বলে দিয়েছেন, ট্রাম্পের বক্তব্যকে তারা কোনোভাবে গুরুত্ব দিচ্ছেন না।</p> <p>ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি যা, তাতে ট্রান্সআটলান্টিক জোট গঠন করা অত্যন্ত জরুরি। গ্রিনল্যান্ড কোনোভাবেই বিক্রি করা সম্ভব নয়। তবে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে সমঝোতার আলোচনা করা সম্ভব।</p> <p>ডেনমার্কের তত্ত্বাবধানে গ্রিনল্যান্ড একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। সেখানে প্রায় ৫৫ হাজার মানুষ বাস করে। বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ এটি। ২০১৯ সালেও গ্রিনল্যান্ড অধিগ্রহণের কথা বলেছিলেন ট্রাম্প। সে সময়ও ডেনমার্কের তৎকালীন প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, গ্রিনল্যান্ড বিক্রি করা যাবে না। প্রত্যুত্তরে ডেনমার্ক সফর বাতিল করেছিলেন ট্রাম্প।</p> <p>হোয়াইট হাউসে প্রবেশের আগেই একের পর এক বিতর্কিত মন্তব্য করতে শুরু করেছেন ট্রাম্প। সপ্তাহান্তে তিনি বলেছেন, শুল্ক না কমালে যুক্তরাষ্ট্র পানামা খালের দখল নিতে বাধ্য হবে। তার পরই গ্রিনল্যান্ড অধিগ্রহণের কথা জানিয়েছেন তিনি। পানামায় চীন শক্তি বাড়াচ্ছে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।</p>