<p>ভারতের জম্মু ও কাশ্মীরের পুঞ্চে মঙ্গলবার সেনাবাহিনীর একটি ট্রাক সড়ক থেকে পিছলে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে পাঁচ সেনা সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।</p> <p>কর্মকর্তারা বলেন, দুর্ঘটনাটি ঘটেছিল ঘারোয়া এলাকায়। ওই সময় সেনাবাহিনীর গাড়িটি জেলার বানোই এলাকার উদ্দেশে যাত্রা করছিল।</p> <p>ভারতীয় সেনাবাহিনীর ১৬তম কর্পস এক্সে এক পোস্টে বলেছে, পুঞ্চ সেক্টরে অপারেশনাল ডিউটির সময় দুর্ঘটনায় পাঁচ বীর সেনার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হোয়াইট নাইট কর্পসের সবাই গভীর শোক প্রকাশ করছে।</p> <p>সেনাবাহিনী আরো জানিয়েছে, উদ্ধারকাজ চলছে এবং আহতরা চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার পর সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের দ্রুত প্রতিক্রিয়া দল ঘটনাস্থলে রয়েছে।</p> <p>সূত্র : এনডিটিভি</p>