<p>যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি বাণিজ্যিক ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৮ জন। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।  </p> <p>পুলিশ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় ওই ভবনে আসবাবপত্র তৈরি করা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ফুলারটন পুলিশের মুখপাত্র ক্রিস্টি ওয়েলস বলেছেন, যারা মারা গেছেন তাদের পরিচয় এবং তারা বিমানে নাকি মাটিতে ছিল তা এখনো জানা যায়নি।</p> <p>ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের মতে, ডিজনিল্যান্ড থেকে মাত্র ছয় মাইল (১০ কিলোমিটার) দূরে অবস্থিত অরেঞ্জ কাউন্টির ফুলারটন মিউনিসিপাল বিমানবন্দর থেকে উড্ডয়নের দুই মিনিটেরও কম সময়ের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়।</p> <p><iframe frameborder="0" height="390" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://twitter.com/abc7chriscristi/status/1874951644754141517" width="390"></iframe></p> <p>ওই এলাকার একটি নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, বিমানটি ভবনে আছড়ে পড়ার সময় এক পাশে কাত হয়ে যায়। এরপর বিস্ফোরণ ঘটে এবং কালো ধোঁয়ার সৃষ্টি হয়। দমকলকর্মীরা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। </p> <p>দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা নাগাদ সিঙ্গেল ইঞ্জিনবিশিষ্ট ভ্যানস আর-ভি-১০ মডেলের ছোট বিমানটি বিধ্বস্ত হয়। তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেই সম্পর্কে দেশটির কর্মকর্তারা বিস্তারিত কিছু জানায়নি। পুলিশ জানিয়েছে, তারা ভবনে থাকা লোকদের সরিয়ে নিয়েছে এবং ঘটনাস্থল থেকে স্থানীয়দের দূরে থাকতে বলা হয়েছে।</p> <p>সূত্র : এপি </p>