<p>ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর ট্রাক গভীর খাদে পড়ে চার সেনা সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বান্দিপোরা জেলার এসকে পায়েন পাহাড়ি এলাকায় স্থানীয় সময় শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।</p> <p>দুর্ঘটনার জন্য প্রতিকূল আবহাওয়াকে দায়ী করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে। তাত্ক্ষণিকভাবে সহায়তা করায় আমরা স্থানীয়দের ধন্যবাদ জানাই।’</p> <p>সেনাবাহিনী প্রথমে দুঃখজনকভাবে দুর্ঘটনায় তিনজন সাহসী সেনা সদস্য প্রাণ হারিয়েছেন উল্লেখ করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। এর কয়েক ঘণ্টা পর আহত আরেক সেনা চিকিত্সাধীন অবস্থায় মারা যান।</p> <p>গত মাসে একই রকম দুর্ঘটনা ঘটেছিল জম্মু-কাশ্মীরে। সেখানকার পুঞ্চ এলাকায় সেনাবাহিনীর ট্রাক ৩০০ ফুট গভীর খাদে পড়ে পাঁচজন সেনা সদস্য নিহত ও পাঁচজন আহত হন।</p> <p>সূত্র : এনডিটিভি</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতে ট্রাক ৩০০ ফুট গভীর খাদে পড়ে ৫ সেনা নিহত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735054597-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতে ট্রাক ৩০০ ফুট গভীর খাদে পড়ে ৫ সেনা নিহত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/24/1460929" target="_blank"> </a></div> </div>