<p>থাইল্যান্ডের একটি ‘আতঙ্কিত’ হাতির আক্রমণে এক স্প্যানিশ তরুণীর প্রাণ গেছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।</p> <p>প্রতিবেদন অনুসারে, কো ইয়াও এলিফ্যান্ট কেয়ার সেন্টারে গত শুক্রবার ২২ বছর বয়সী ব্লাংকা ওজাঙ্গুরেন গার্সিয়া হাতিটিকে গোসল করানোর সময় প্রাণ হারান। স্প্যানিশ ভাষার পত্রিকা ক্লারিনকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রাকৃতিক আবাসস্থলের বাইরে পর্যটকদের সঙ্গে যোগাযোগের কারণে হাতিটি মানসিক চাপের মধ্যে থাকতে পারে।</p> <p>গার্সিয়া ছিলেন স্পেনের ইউনিভার্সিটি অব নাভারার আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। তিনি একটি শিক্ষার্থী বিনিময় প্রগ্রামের অধীনে তাইওয়ানে বাস করছিলেন। থাইল্যান্ডে ছুটি কাটানোর সময় তার সঙ্গে তার প্রেমিকও ছিলেন, যিনি আক্রমণের ঘটনাটি প্রত্যক্ষ করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="২ ‘তারকা’ বাঘিনীকে দেখতে শত শত দর্শনার্থীর ভিড়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735374825-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>২ ‘তারকা’ বাঘিনীকে দেখতে শত শত দর্শনার্থীর ভিড়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/28/1462277" target="_blank"> </a></div> </div> <p>স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানান, ব্যাঙ্ককে অবস্থিত স্প্যানিশ কনস্যুলেট গার্সিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। এ ছাড়া বিবিসি নিউজ কো ইয়াও এলিফ্যান্ট কেয়ার সেন্টারের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করেছে।</p> <p>থাইল্যান্ডের ন্যাশনাল পার্কস ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, দেশটিতে চার হাজারেরও বেশি বন্য হাতি রয়েছে এবং প্রায় সমানসংখ্যক হাতি বন্দি অবস্থায় রাখা হয়েছে।</p> <p>প্রতিবেদন থেকে জানা যায়, কো ইয়াও সেন্টারে ‘এলিফ্যান্ট কেয়ার’ নামের বিশেষ প্যাকেজ রয়েছে, যার মাধ্যমে পর্যটকরা হাতিদের জন্য খাবার প্রস্তুত করা, খাওয়ানো, তাদের সঙ্গে গোসল ও হাঁটার সুযোগ পান। এসব প্যাকেজের মূল্য এক হাজার ৯০০ থেকে দুই হাজার ৯০০ বাথ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যেভাবে সিংহ-হাতির আবাসস্থলে ৫ দিন বেঁচে ছিল ৮ বছরের পুডু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735829867-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যেভাবে সিংহ-হাতির আবাসস্থলে ৫ দিন বেঁচে ছিল ৮ বছরের পুডু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/02/1464190" target="_blank"> </a></div> </div> <p>এদিকে প্রাণীদের অধিকার বিষয়ক কর্মীরা হাতিকে গোসল করানোর এই ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। তারা বলছেন, এটি হাতিদের প্রাকৃতিক পরিচ্ছন্নতার আচরণ ব্যাহত করে এবং অপ্রয়োজনীয় চাপ ও আঘাতের ঝুঁকি বাড়ায়। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড এনিম্যাল প্রোটেকশন বহু বছর ধরে থাইল্যান্ডসহ বিভিন্ন দেশকে বন্দি অবস্থায় হাতিদের প্রজনন বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে। তাদের মতে, এশিয়ার পর্যটন খাতে ব্যবহৃত ৬০ শতাংশেরও বেশি হাতি ‘চরম অপ্রতুল’ অবস্থায় বাস করছে।</p> <p>দাতব্য সংস্থাটি আরো বলেছে, ‘এই বুদ্ধিমান ও সামাজিকভাবে জটিল প্রাণীগুলো বন্দিদশায় গভীরভাবে ভোগান্তির শিকার হয়। কারণ তাদের প্রাকৃতিক সামাজিক কাঠামো কৃত্রিমভাবে পুনর্নির্মাণ করা সম্ভব নয়।’</p>