<p>সারা ভারতে সোমবারই হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত মোট চার শিশুর খোঁজ মিলেছে। তার মধ্যে দুই শিশুই কর্ণাটক রাজ্যের। সেই আবহেই এবার জনসাধারণের জন্য নির্দেশিকা জারি করল সে রাজ্যের সরকার। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।</p> <p>নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে পরতে হবে মাস্ক। সঙ্গে ব্যবহার করতে হবে সাবান, স্যানিটাইজার। বছর চারেক আগে করোনা পরিস্থিতিতেও এমনই নানা সতর্কতা জারি করা হয়েছিল। তার পরই প্রশ্ন উঠছে, তাহলে কি এইচএমপিভি ফেরাবে করোনাকালের স্মৃতি?</p> <p>যদিও ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, এখনই অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেশটিতে অতীতেও এইচএমপিভির সংক্রমণ দেখা গেছে। তবে এই ভাইরাসটির কোনো রূপান্তর হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।</p> <p>কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ-ও জানানো হয়েছে, চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুতে এইচএমপি ভাইরাসের সংক্রমণের কোনো যোগ নেই। তা ছাড়া এইচএমপিভি আক্রান্ত সব শিশুরই অবস্থা স্থিতিশীল। বেঙ্গালুরুর আক্রান্ত দুই শিশুর মধ্যে একজনকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যজনও সেরে উঠছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘এইচএমপি ভাইরাসে আতঙ্কের কিছু নেই’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736176164-72acded3acd45e4c8b6ed680854b8ab1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘এইচএমপি ভাইরাসে আতঙ্কের কিছু নেই’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/prescription/2025/01/06/1465753" target="_blank"> </a></div> </div> <p>এদিকে সম্প্রতি চীনে এইচএমপিভির একটি রূপের সংক্রমণ বেড়েছে। তার পর থেকেই উদ্বেগ দানা বেঁধেছে ভারতসহ অন্যান্য দেশে। অনেকেই বছর চারেক আগের করোনা আবহের কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়েছেন। সোমবার সকালে বেঙ্গালুরুতে দুই শিশু, আহমেদাবাদে এক শিশু ও কলকাতায় এক শিশুর দেহে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে ভারতেও। তবে চীনে ভাইরাসটির যে রূপ ছড়িয়ে পড়েছে, সেটির গঠনের বিষয়ে এখনো কোনো তথ্য মেলেনি। ফলে এটি ভাইরাসের চীনা রূপ নাকি স্বাভাবিক এইচএমপি ভাইরাসের সংক্রমণ, তা এখনো বলা যাচ্ছে না।</p> <p>সাধারণ এইচএমপিভি সংক্রমণে শ্বাসকষ্ট, জ্বর, কাশি, ঠাণ্ডা লাগা, ঘাম হওয়া, মাথা ধরা, পেশি ও গাঁটে ব্যথা, ক্লান্তি ও খিদে কমে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়। সাধারণত ১৩ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ দেখা যায়। তবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে প্রাপ্তবয়স্কদের শরীরেও এই ভাইরাস বাসা বাঁধতে পারে।</p> <p>কর্ণাটক সরকারের জারি করা কয়েক দফা নির্দেশিকায় খোলা জায়গায় হাঁচি-কাশি থেকে বিরত থাকা, হাঁচি বা কাশির সময় নাক-মুখ ঢেকে রাখা, মাস্ক পরা, একই রুমাল বারবার ব্যবহার না করা, সাবান ও স্যানিটাইজার ব্যবহার করা, অসুস্থ ব্যক্তির থেকে দূরে থাকার মতো নানা নিয়মবিধি রয়েছে।</p>