<p>সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড কিনে নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। এবার ডেনমার্কের স্বায়ত্তশাসিত এ দ্বীপে ভ্রমণে যাচ্ছেন তার বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।</p> <p>ট্রাম্প জুনিয়রের এ সফর অবশ্য ব্যক্তিগত। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার বড় ছেলে জন ট্রাম্প জুনিয়র গ্রিনল্যান্ড সফর করবেন। তবে তিনি তার সফরের কোনো সময় উল্লেখ করেননি। কোপেনহেগেন থেকে এএফপির খবরে এ কথা জানানো হয়।</p> <p>ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোস্যাল সাইটের এক পোষ্টে বলেছেন, জন এবং অন্যান্য প্রতিনিধিরা গ্রিনল্যান্ডের বিস্ময়কর সব স্থান অবলোকন করতে যাচ্ছেন।  ট্রাম্প আরো বলেন, ‘গ্রিনল্যান্ড একটা অসাধারণ জায়গা। এই স্থান যখন আমাদের হবে তখন মানুষ ভীষণভাবে লাভবান হবে। আমরা  গ্রিনল্যান্ড রক্ষা করব,যত্ন করব এবং বিশ্বের ভয়াবহ দূষণ থেকে গ্রিনল্যান্ডকে পুনরায় সুন্দর করে গড়ে তুলব।’ </p> <p>বড়দিনের আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, জাতীয় নিরাপত্তা ও পৃথিবীব্যাপী স্বাধীনতার স্বার্থে গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ নেওয়া আমেরিকার কাছে অতি প্রয়োজনীয়।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লামায় জঙ্গলের পাশে মিলল বন্যহাতির মরদেহ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736238618-0fe2139b6f9163c35648cb82bdd0a4d0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লামায় জঙ্গলের পাশে মিলল বন্যহাতির মরদেহ</p> </div> </div> </div> </div> </div> <p> </p> <p>স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, এর প্রতিক্রিয়ায় আইল্যান্ড রাষ্ট্রটির সরকার বলেছিল, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট এগেডের বুধবার কোপেনহেগেনে ডেনমার্কের রাজা ফ্রেডরিকের সাথে সাক্ষাৎ করার কথা থাকলেও সময়সূচীর সমস্যার কারণে তা বাতিল করা হয়েছে। </p>