<p>ইতালির বেলকাস্ত্রো গ্রামে বাসিন্দাদের গুরুতর অসুস্থ হওয়া নিষিদ্ধ করা হয়েছে। বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।</p> <p>স্থানীয় মেয়র আন্তোনিও টর্চিয়ার জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, ‘বাসিন্দাদের এমন কোনো রোগ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হলো, যার জন্য জরুরি চিকিৎসা সহায়তা প্রয়োজন হতে পারে।’</p> <p>মেয়র টর্চিয়া আরো বলেছেন, এই সিদ্ধান্ত ‘স্পষ্টতই একটি ব্যঙ্গাত্মক প্ররোচনা’, তবে এটি স্থানীয় স্বাস্থ্যব্যবস্থার ত্রুটি তুলে ধরার জন্য আঞ্চলিক কর্তৃপক্ষকে পাঠানো জরুরি নোটিশগুলোর চেয়েও বেশি প্রভাব ফেলছে।  </p> <p>বিবিসির তথ্য অনুসারে, বেলকাস্ত্রো দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলে অবস্থিত, যা দেশের দরিদ্রতম এলাকাগুলোর মধ্যে একটি। গ্রামের প্রায় এক হাজার ২০০ বাসিন্দার অর্ধেকের বয়স ৬৫ বছরের বেশি। মেয়র জানিয়েছেন, নিকটস্থ জরুরি বিভাগ বেলকাস্ত্রো থেকে ৪৫ কিলোমিটারেরও বেশি দূরে এবং সেখানে পৌঁছনোর রাস্তার গতিসীমা ঘণ্টায় মাত্র ৩০ কিলোমিটার। এ ছাড়া গ্রামের যেসব চিকিৎসক রোগীদের বাড়ি গিয়ে সেবা দেন, তারাও অনিয়মিত এবং সপ্তাহান্ত, ছুটির দিন বা রাতের বেলায় কোনো সেবা দেন না।  </p> <p>ইতালির টিভিতে টর্চিয়া বলেছেন, ‘যখন জানেন, জরুরি সহায়তার প্রয়োজন হলে সময়মতো জরুরি বিভাগে পৌঁছনোই একমাত্র ভরসা, তখন নিরাপদ অনুভব করা কঠিন। রাস্তাগুলো কোনো রোগের চেয়েও বেশি বিপজ্জনক।’ </p> <p>নির্দেশনায় বাসিন্দাদের ‘ক্ষতিকর আচরণ এড়িয়ে চলা এবং গৃহস্থালির দুর্ঘটনা থেকে বিরত থাকার’ পাশাপাশি ‘বাড়ি থেকে বেশি বের না হওয়া, ভ্রমণ না করা বা খেলাধুলায় অংশ না নেওয়া এবং অধিকাংশ সময় বিশ্রাম নেওয়া’র পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই নতুন নিয়ম কিভাবে প্রয়োগ করা হবে, তা স্পষ্ট নয়।</p> <p>প্রতিবেদন থেকে জানা যায়, ক্যালাব্রিয়া অঞ্চলের স্বাস্থ্যব্যবস্থা দীর্ঘদিন ধরে রাজনৈতিক দুর্নীতি ও মাফিয়া চক্রের হস্তক্ষেপে বিধ্বস্ত। ১৫ বছর ধরে কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রশাসনের অধীনে থাকা এই অঞ্চলে হাসপাতালগুলোর ঋণের বোঝা কমাতে রোম থেকে নিয়োগ পাওয়া কমিশনাররাও অসুবিধায় পড়েছেন। ফলে স্বাস্থ্যকর্মী ও শয্যার তীব্র অভাব এবং দীর্ঘ প্রতীক্ষার তালিকার কারণে এখানকার মানুষ ভুগছে।  </p> <p>এ ছাড়া ২০০৯ সাল থেকে এই অঞ্চলের ১৮টি হাসপাতাল বন্ধ রয়েছে। ফলে ক্যালাব্রিয়ার প্রায় ২০ লাখ বাসিন্দার প্রায় অর্ধেকই চিকিৎসা সহায়তার জন্য অঞ্চলটির বাইরে যেতে বাধ্য হয়।  </p> <p>২০২২ সালে ঘোষণা করা হয়, কিউবা তিন বছরের মধ্যে ক্যালাব্রিয়ায় ৪৯৭ জন চিকিৎসক পাঠাবে। গত বছর আঞ্চলিক গভর্নর রবার্তো ওকিয়ুতো বলেছিলেন, এই চিকিৎসকরা ক্যালাব্রিয়ার হাসপাতালগুলোকে ‘রক্ষা’ করেছেন।  </p> <p>বেলকাস্ত্রোর বাসিন্দারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, মেয়র টর্চিয়া ‘সমস্যার দিকে সবার দৃষ্টি আকর্ষণ করে সঠিক কাজ করেছেন’ এবং এই সিদ্ধান্ত ‘মানুষের বিবেককে নাড়া দেবে’। স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘তিনি একটি ব্যঙ্গাত্মক নির্দেশনা ব্যবহার করে গুরুতর সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।’</p>