<p>কিউবার একটি অস্ত্র ও গোলাবারুদের ভাণ্ডারে বিস্ফোরণে ১৩ জন কিউবান সেনা নিখোঁজ রয়েছে। কিউবার সশস্ত্র বাহিনী গভীর রাতে পূর্বাঞ্চলীয় প্রদেশ হলগুইনে একটি অস্ত্র ও গোলাবারুদের ভাণ্ডারে বিস্ফোরণের এ খবর জানিয়েছে। </p> <p>বিস্ফোরণ ঘটে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে। কর্মকর্তারা এর আগে বলেছিলেন, একটি নির্মাণস্থলে আগুন লাগার ফলে এই বিস্ফোরণ হয়েছে। ঘটনাটি এখনও তদন্তাধীন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কিউবার সামরিক বাহিনী নিখোঁজদের মধ্যে চার কর্মকর্তা ও নয়জন সেনার কথা জানিয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৩" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736309875-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৩</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/08/1466361" target="_blank"> </a></div> </div> <p>সেনা এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে প্রবেশের রুটগুলো পাহারা দেয় এবং অন্যদিকে উদ্ধারকারী দল ও দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে। এর আগে মঙ্গলবার কর্মকর্তারা জানান, বিস্ফোরণের পর ৩৬১ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।</p> <p>সূত্র : রয়টার্স</p>