<p>ইরানের সিদ্ধান্ত এবার রাজধানী স্থানান্তরের। ইরান তাদের রাজধানী দক্ষিণ উপকূলীয় অঞ্চল মাকরানে স্থানান্তর করবে। তেহরানের  জনসংখ্যা, পানি-বিদ্যুতের সংকট মোকাবিলায় ইরান এই সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এই তথ্য জানিয়েছেন।</p> <p>কর্মকর্তারা এই স্থানান্তরের কৌশলগত ও অর্থনৈতিক সুবিধার ওপর জোর দিলেও সমালোচকরা সম্ভবত বিশাল আর্থিক ও লজিস্টিক চাহিদা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জাপানে হাতুড়ি নিয়ে হামলা, আহত কমপক্ষে ৮" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/10/1736502592-6fd33470dea458ab90e18c964caa6eb9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জাপানে হাতুড়ি নিয়ে হামলা, আহত কমপক্ষে ৮</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/10/1467151" target="_blank"> </a></div> </div> <p>গত মঙ্গলবার সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, ‘নতুন রাজধানী অবশ্যই দক্ষিণে, মাকরান অঞ্চলে হবে এবং বর্তমানে এই বিষয়টি নিয়ে কাজ চলছে।’ তিনি তেহরানের ক্রমবর্ধমান পরিবেশগত চাপ, পানি-বিদ্যুতের সংকটের কথা তুলে ধরেন এবং মাকরান অঞ্চলে সমুদ্র-ভিত্তিক অর্থনীতি গড়ে তোলার জন্য দুটি কাউন্সিল গঠনের ঘোষণা দেন।</p> <p>তিনি আরো বলেন, ‘আমরা প্রকৌশলী, সমাজবিজ্ঞানী এবং অর্থনীতিবিদসহ শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞদের কাছ থেকে সহায়তা চাইছি।’ তবে তিনি জানান, বিষয়টি এখনও অনুসন্ধানের পর্যায়ে রয়েছে। এ সিদ্ধান্তের পক্ষে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের যুক্তি, ভূমিকম্পের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ তেহরান, আয়-ব্যয়েও নেই ভারসাম্য। পারস্য উপসাগরের কাছে রাজধানী স্থানান্তরের বিষয়ে এরইমধ্যে কাজ শুরু করেছেন দেশটির প্রেসিডেন্ট।  </p> <p>এদিকে, সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে ইরানে। সমালোচকরা বলছেন, নতুন রাজধানী হলে অর্থনৈতিক ক্ষতি হবে বিপুল পরিমাণ। প্রায় ৩ দশক আগে শুরু হয় ইরানের রাজধানী স্থানান্তরের আলোচনা। পরিবেশগত ঝুঁকির কারণে ২০১০ সালেও এ বিষয়ে আলোচনা উঠেছিল বলে জানান ইরান সরকারের মুখপাত্র। </p> <p>সূত্র : ইরান ইন্টারন্যাশনাল<br />  </p>