<p>ইসরাইলি হামলার প্রথম ৯ মাসে ফিলিস্তিনের গাজায় নিহতের প্রকৃত সংখ্যা উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের চেয়ে প্রায় ৪১ শতাংশ বেশি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চিকিৎসাবিজ্ঞানবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই অনুমান করা হয়েছে। খবর আল জাজিরার।</p> <p>গত বছরের ৩০ জুন পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ৩৭ হাজার ৪৭৭ জন নিহতের তথ্য দেয়। মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য, অনলাইন জরিপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শোক সংবাদগুলো তথ্য পর্যালোচনা করে গবেষকরা ওই সময়ে আঘাতের কারণে মৃতের সংখ্যা ৫৫ হাজার ২৯৮ জন থেকে ৭৮ হাজার ৫২৫ জন হয়েছিল বলে মনে করছেন।</p> <p>এর মধ্যে গবেষণায় সবচেয়ে সেরা হিসেবে মৃতের সংখ্যা ৬৪ হাজার ২৬০ বলে ধরা হচ্ছে। এর অর্থ দাঁড়ায়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা ৪১ শতাংশ কম দিয়েছে। এই নিহতের সংখ্যা গাজা যুদ্ধ-পূর্ববর্তী মোট জনসংখ্যার ২.৯ শতাংশ। যুক্তরাজ্যের নেতৃত্বাধীন এক দল গবেষক এই গবেষণাটি করেন।</p> <p>তাদের হিসাবে গাজায় নিহত ব্যক্তিদের ৫৯ শতাংশ নারী, শিশু ও বয়স্ক ব্যক্তি। এই গবেষকরা শুধু বিপর্যয়কর আঘাত থেকে মৃত্যুর হিসাব করেছেন। অনাহার কিংবা স্বাস্থ্যসেবা না পেয়ে মৃত্যুর তথ্য বা হাজারো নিখোঁজ মানুষ যারা কি ননা ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে, তাদের সংখ্যা এই হিসাবে যোগ করা হয়নি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তৃতীয়বারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মাদুরো" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/11/1736561276-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তৃতীয়বারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মাদুরো</p> </div> </div> </div> </div> </div> <p>এদিকে চিকিৎসক সূত্রের বরাতে আল জাজিরা জানায়, গতকাল শুক্রবার  স্থানীয় সময় ভোর থেকে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে।</p>