<p>ছয় দিন পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে আসেনি। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে চারটি দাবানল সক্রিয়। মৃত্যুর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। ফায়ার সার্ভিসের কর্মীদের আপ্রাণ চেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাট করছে দুষ্কৃতকারীরা।</p> <p>বিবিসির খবরে বলা হয়, গত ছয় দিনের আগুনে লস অ্যাঞ্জেলেসে ১২ হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা রবার্ট লুনার দেওয়া হিসাব অনুযায়ী, সেখানে আরো ৫৭ হাজার অবকাঠামো ঝুঁকির মুখে। প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে এক লাখ ৫৩ হাজার মানুষকে। এর বাইরে আরো এক লাখ ৬৬ হাজার বাসিন্দাকে বলা হয়েছে, প্রয়োজন পড়লে তাদের এলাকা ত্যাগ করা লাগতে পারে।</p> <p>প্রতিকূল এই পরিস্থিতির মধ্যেই আবার ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাটের ঘটনা ঘটেছে লস অ্যাঞ্জেলেসে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ১৫" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736734797-fc2d79632231e44b156b447c81a0bea4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ১৫</p> </div> </div> </div> </div> </div> <p>লস অ্যাঞ্জেলেস পুলিশের ক্যাপ্টেন মাইক লরেঞ্জ বলেছে, বাসিন্দাদের ছেড়ে যাওয়া ঘরবাড়িতে লুটপাটের ঘটনায় অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সংখ্যা বেড়েই চলেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাট করছিল।</p>