<p>অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ সিডনির নয়টি সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা করেছে। রহস্যজনক সাদা এবং ধূসর বল উপকূলে ভেসে আসার পর স্থানীয় সময় আজ মঙ্গলবার এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে। শহরের নর্দার্ন বিচেস কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, পর্যটন কেন্দ্র ম্যানলি এবং ডি হোয়াই এর অন্তর্ভুক্ত।</p> <p>বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এখন পর্যন্ত শনাক্ত করা বেশিরভাগ নমুনা মার্বেল আকারের এবং কয়েকটি আকারে বড়।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১৬০০০০ বছর পর প্রথমবারের মতো দেখা যেতে পারে বিরল ধূমকেতু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736839386-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১৬০০০০ বছর পর প্রথমবারের মতো দেখা যেতে পারে বিরল ধূমকেতু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/14/1468539" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয় সরকার জানিয়েছে, পরিবেশ সুরক্ষা কর্তৃপক্ষ রহস্যজনক এই বল সম্পর্কে সতর্ক করেছে এবং রাজ্য সংস্থাকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে সহায়তা করছে। তাতে আরো বলা হয়েছে, ‘কর্তৃপক্ষ বলগুলো নিরাপদে অপসারণের ব্যবস্থা করছে এবং অন্যান্য সৈকত পরিদর্শন করছে।’</p> <p>গত বছরের অক্টোবরেও সিডনির বিখ্যাত বন্ডি এবং কুগি সৈকতের বালিতে গলফ বলের আকারের গোলাকার কালো বস্তু দেখা গিয়েছিল। প্রাথমিকভাবে টার বল বলে মনে করা হলেও কর্মকর্তারা পরে জানান, তারা এর উৎপত্তি সম্পর্কে নিশ্চিত হতে পারেননি। তবে এতে ফ্যাটি অ্যাসিড, তেল, মানুষের চুল এবং ব্যাকটেরিয়াসহ অনেক পদার্থ পাওয়া গেছে।</p> <p>সূত্র : এএফপি</p>