<p>জাপানের পরিবহন মন্ত্রণালয় মঙ্গলবার জাপান এয়ারলাইনসের (জেএল) দুই সাবেক পাইলটের ফ্লাইট পরিচালনার অনুমতি স্থগিত করেছে। তাদের বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপান ও সাবেক নিয়োগকর্তাকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ ওঠায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।</p> <p>মন্ত্রণালয় জানিয়েছে, এই দুই সাবেক ক্যাপ্টেন ‘নিয়ম সম্পর্কে সচেতন থাকার পরও নির্ধারিত সীমার চেয়ে বেশি মদ্যপান করেছিলেন’। বিধান অনুযায়ী, নির্ধারিত ফ্লাইটের অন্তত ১২ ঘণ্টা আগে মদ্যপান সীমিত রাখতে হয়।</p> <p>মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, তারা দুজনই ‘ফ্লাইটের পর কম্পানিকে মিথ্যা ব্যাখ্যা দেন এবং অতিরিক্ত মদ্যপানের বিষয়টি গোপন করার চেষ্টা করেন’। এ কারণে তাদের সর্বোচ্চ সাত মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফ্লাইটে অন্যের ওপর প্রস্রাব, নিষিদ্ধ যাত্রী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/04/1735989115-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফ্লাইটে অন্যের ওপর প্রস্রাব, নিষিদ্ধ যাত্রী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/04/1464846" target="_blank"> </a></div> </div> <p>এই দুই পাইলটের শরীরে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি অ্যালকোহল পাওয়া যাওয়ায় গত ডিসেম্বর মেলবোর্ন থেকে টোকিওগামী একটি ফ্লাইট তিন ঘণ্টা দেরি করে ছাড়ে। এরপর তাদের জাপান এয়ারলাইনস (জেএল) চাকরিচ্যুত করেছিল। গত মাসে জেএল ঘোষণা দেয়, এ ঘটনায় কম্পানির দুই শীর্ষ নির্বাহী দুই মাসের জন্য তাদের বেতনের ৩০ শতাংশ কম নেবেন।</p> <p>এর আগে ২০২৩ সালে ডালাস থেকে টোকিওগামী এক ফ্লাইট বাতিলের পর জাপানের পরিবহন মন্ত্রণালয় জেএলকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। সে সময় এক পাইলট হোটেলে মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফ্লাইটে রান্নাঘরে যৌনতা, ভিডিও ছড়িয়ে পড়ায় এয়ারলাইনের তদন্ত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/07/1733576340-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফ্লাইটে রান্নাঘরে যৌনতা, ভিডিও ছড়িয়ে পড়ায় এয়ারলাইনের তদন্ত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/07/1454906" target="_blank"> </a></div> </div> <p>২০১৯ সালে জাপান সরকার পাইলটদের অ্যালকোহল সেবনের ওপর কঠোর বিধি-নিষেধ আরোপ করে। কারণ সে সময় একাধিক ঘটনা আলোচনায় আসে। ওই বছর এক সহকারী পাইলট অ্যালকোহল পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হলে অল নিপ্পন এয়ারওয়েজের একটি অভ্যন্তরীণ ফ্লাইট দেরিতে ছাড়ে। তার আগে ২০১৮ সালে এক জেএল কো-পাইলটকে ব্রিটেনে ফ্লাইটের আগে গ্রেপ্তার করা হয়। তার রক্তে অনুমোদিত মাত্রার চেয়ে প্রায় ১০ গুণ বেশি অ্যালকোহল পাওয়া গিয়েছিল।</p> <p>সূত্র : এএফপি</p>