মহাকাশ স্টেশনে আটকে থাকা ২ নভোচারীর ফেরার নতুন সময় জানাল নাসা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মহাকাশ স্টেশনে আটকে থাকা ২ নভোচারীর ফেরার নতুন সময় জানাল নাসা
নাসা টিভির সম্প্রচার থেকে গত ১৩ সেপ্টেম্বর নেওয়া ছবিতে দেখা যাচ্ছে, নভোচারী সুনিতা উইলিয়ামস (বাঁয়ে) ও বুচ উইলমোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন। ছবি : এএফপি

গত জুন থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে থাকা দুই মার্কিন নভোচারী মার্চের শুরুতেই পৃথিবীতে ফিরতে পারেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা।

অভিজ্ঞ নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামসকে বোয়িং স্টারলাইনার মহাকাশযানে করে আইএসএসে পাঠানো হয়েছিল মাত্র আট দিনের মিশনে। কিন্তু মহাকাশযানটির চালনাজনিত সমস্যার কারণে তারা আট মাসেরও বেশি সময় ধরে সেখানে অবস্থান করছেন।

যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, স্টারলাইনারকে ক্রু ছাড়া পৃথিবীতে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কয়েক সপ্তাহ ধরে চালানো পরীক্ষার পর নাসা গত আগস্টে ঘোষণা দেয়, ইলন মাস্কের স্পেসএক্স তাদের ফিরিয়ে আনবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন মাস্ক জানুয়ারির শেষ দিকে জানিয়েছিলেন, তিনি নভোচারীদের ‘যত দ্রুত সম্ভব’ ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে রিপাবলিকানরা এই দেরির জন্য ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনকে দায়ী করেছেন।

স্পেসএক্সের মিশন ‘ক্রু-৯’ গত সেপ্টেম্বরে দুটি শূন্য আসন নিয়ে ড্রাগন মহাকাশযানে করে দুই নভোচারীকে আইএসএসে পাঠায়, যা উইলমোর ও উইলিয়ামসের ফেরার জন্য নির্ধারিত ছিল।

কিন্তু তাদের ফেরার পরিকল্পনা পিছিয়ে যায়। কারণ হিসেবে নাসা জানায়, তাদের পরিবর্তে আসার কথা থাকা ‘ক্রু-১০’ মিশন মার্চের শেষের আগে উৎক্ষেপণ করা সম্ভব হবে না।

নাসা মঙ্গলবার ঘোষণা করেছে, মিশন প্রস্তুতির ওপর নির্ভর করে ‘ক্রু-১০’ উৎক্ষেপণ এখন ১২ মার্চ নির্ধারণ করা হয়েছে। স্পেসএক্সের সঙ্গে আলোচনার পর মূল পরিকল্পনায় কিছু পরিবর্তন এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথমে নতুন একটি ড্রাগন মহাকাশযান ব্যবহারের পরিকল্পনা থাকলেও এতে বেশি সময় লাগবে বলে এখন ‘এন্ডুরেন্স’ নামের পূর্বে ব্যবহৃত একটি মহাকাশযান ব্যবহার করা হবে।

নাসা জানিয়েছে, ‘ক্রু-১০’ মহাকাশ স্টেশনে পৌঁছনোর পর কয়েক দিনের হস্তান্তর প্রক্রিয়া শেষে উইলমোর ও উইলিয়ামস পৃথিবীতে ফিরবেন। জানুয়ারিতে দেওয়া এক সাক্ষাৎকারে তারা জানিয়েছিলেন, তারা ভালো আছেন, পর্যাপ্ত খাবার রয়েছে এবং মহাকাশ স্টেশনে সময় উপভোগ করছেন। তাদের দীর্ঘ মিশন গুরুত্বপূর্ণ হলেও এটি এখনো ফ্রাংক রুবিওর ৩৭১ দিনের রেকর্ড ছাড়িয়ে যায়নি। ২০২৩ সালে তিনি আইএসএসে এত দিন অবস্থান করেছিলেন, কারণ তার ফেরার জন্য নির্ধারিত রুশ মহাকাশযানে কুল্যান্ট লিক ধরা পড়েছিল।

সূত্র : এএফপি

মন্তব্য

সম্পর্কিত খবর

ইয়েমেনে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান রাশিয়ার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ইয়েমেনে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান রাশিয়ার
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে হুতিদের ওপর মার্কিন বিমান হামলায় এখন পর্যন্ত নারী, শিশুসহ ৩১ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। এই হামলা বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। খবর আলজাজিরার। 

খবরে বলা হয়, ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে বৃহৎ পরিসরে সামরিক হামলার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন এবং তাকে সংলাপে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কো রুবিওর যুক্তির জবাবে সের্গেই ল্যাভরভ অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানান। তিনি আরো রক্তপাত বন্ধের জন্য সব পক্ষের সঙ্গে রাজনৈতিক সংলাপের মাধ্যমে সমাধান খুঁজে বের করার গুরুত্বের ওপর জোর দেন।

এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুতিদের সন্ত্রাসী আখ্যায়িত করে বলেন, তোমাদের সময় শেষ, আজ থেকে অবশ্যই হামলা বন্ধ করতে হবে। যদি তোমরা এটা না করো তাহলে তোমাদের ওপর নরকের বৃষ্টি নেমে আসবে।

যা আগে কখনো দেখোনি।

এরপরই হামলা শুরু করে মার্কিন বাহিনী। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর হুতিদের ওপর চালানো যুক্তরাষ্ট্রের এটাই সবচেয়ে বড় সামরিক অভিযান। 

রোববার হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি বলেন, মার্কিন হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ১০১ জন আহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু।

 

আরো পড়ুন
যুদ্ধবিরতি আলোচনার জন্য প্রস্তুত থাকার নির্দেশ নেতানিয়াহুর

যুদ্ধবিরতি আলোচনার জন্য প্রস্তুত থাকার নির্দেশ নেতানিয়াহুর

 

হুতিদের রাজনৈতিক ব্যুরো এই হামলাগুলোকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন এই হামলার প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণ প্রস্তুত।

মন্তব্য

যুদ্ধবিরতি আলোচনার জন্য প্রস্তুত থাকার নির্দেশ নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
যুদ্ধবিরতি আলোচনার জন্য প্রস্তুত থাকার নির্দেশ নেতানিয়াহুর
সংগৃহীত ছবি

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য প্রতিনিধি দলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শেষে কাতার থেকে ফিরে আসা একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন তিনি। 

টাইমস অব ইসরায়েল ও আল জাজিরার খবরে বলা হয়, ওই বৈঠকে ইসরায়েলি মন্ত্রী এবং নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় নেতানিয়াহু ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের প্রস্তাবের অধীনে আলোচনার প্রস্তুতির নির্দেশ দেন, যার মধ্যে ১১ জন ইসরায়েলি বন্দীর তাৎক্ষণিক মুক্তি এবং মৃত বন্দীদের অর্ধেকের দেহাবশেষ অন্তর্ভুক্ত রয়েছে।

ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কেএএন জানিয়েছে যে, উইটকফ ১০ জন বন্দীর মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি ৬০ দিনের জন্য বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

আরো পড়ুন
সুনীতাদের আনতে মহাকাশ স্টেশনে পৌঁছল স্পেসএক্সের যান

সুনীতাদের আনতে মহাকাশ স্টেশনে পৌঁছল স্পেসএক্সের যান

 

এদিকে শুক্রবার হামাস যুদ্ধবিরতি বাড়ানো এবং আরো ফিলিস্তিনি নিরাপত্তা বন্দিদের মুক্তি দেওয়ার বিনিময়ে শেষ জীবিত ইসরায়েলি-মার্কিন জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। এছাড়া ইসরায়েলি-মার্কিন দ্বৈত নাগরিকত্বধারী আরো চারজন— ইতাই চেন, ওমর নিউট্রা, গাদি হাগাই এবং জুডি ওয়েইনস্টাইনের মৃতদেহ ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে।  তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয়েই হামাসের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

 উইটকফ এটিকে ‘ছলনাপূর্ণ’ প্রস্তাব বলে মন্তব্য করেছেন।

মন্তব্য

সুনীতাদের আনতে মহাকাশ স্টেশনে পৌঁছল স্পেসএক্সের যান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সুনীতাদের আনতে মহাকাশ স্টেশনে পৌঁছল স্পেসএক্সের যান
সংগৃহীত ছবি

দীর্ঘ ৯ মাস পর অবশেষে মহাকাশে আটকে পড়া সুনীতা উইলিয়ামস এবং তার সহযাত্রী ব্যারি বুচ উইলমোরকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে স্পেসএক্সের মহাকাশযান। রবিবার সকালে মহাকাশযানটি স্টেশনে পৌঁছার পর তার দরজা খুলতে এক ঘণ্টা সময় লেগেছে। খবর বিবিসি ও নাসার।

এর আগে স্থানীয় সময় গতকাল শুক্রবার রওনা দিয়েছিল রকেটটি।

এই ক্রু-১০ মিশনটি মহাকাশচারী জুটিকে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য দীর্ঘ প্রতীক্ষিত প্রথম পদক্ষেপ। স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটটি সন্ধ্যা ৭টা ০৩ মিনিটে ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে চারজন নভোচারীকে নিয়ে উড্ডয়ন করে। তারা হলেন অ্যান ম্যাকক্লেইন, নিকোল আয়ার্স, জাপানের মহাকাশ সংস্থার নভোচারী তাকুয়া অনিশি ও রুশ নভোচারী কিরিল পেসকভ। তারা  উইলিয়ামস এবং উইলমোরের স্থলাভিষিক্ত হবেন।

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনবে এই মহাকাশযান। গত ৯ মাস ধরে তারা মহাকাশে আটকে আছেন।

নাসা সূত্রে খবর, গন্তব্যে পৌঁছে গেলেই মহাকাশযানের দরজা খুলে যায় না। আগে নিরাপত্তা এবং বহিরাগত চাপ সংক্রান্ত কিছু পরীক্ষানিরীক্ষা করতে হয়।

তার জন্য ঘণ্টাখানেক সময় লেগেছে। তার পরেই বেরিয়ে আসেন ওই চারজন।

নাসার নভোচারী সুনীতা ও বুচার গত বছরের জুন মাস থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন। তারা মাত্র আট দিনের এক মহাকাশ মিশনে সেখানে যান; কিন্তু বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে ত্রুটির কারণে তারা মহাকাশ স্টেশনে আটকা পড়েন। গত ফেব্রুয়ারি মাসে তাদের পৃথিবীতে ফেরার কথা থাকলেও তা পিছিয়ে যায়।


নাসার তথ্য অনুযায়ী, ক্রু–১০ মিশন শুরুর পর আটকে পড়া দুই নভোচারী কয়েক দিনের মধ্যেই পৃথিবীতে ফিরে আসতে পারেন।

আরো পড়ুন
৪ মাসে বেনাপোল দিয়ে ১৯ হাজার মেট্রিক টন ভারতীয় চাল আমদানি

৪ মাসে বেনাপোল দিয়ে ১৯ হাজার মেট্রিক টন ভারতীয় চাল আমদানি

 

সুনীতা এবং বুচের সঙ্গে পৃথিবীতে ফিরবেন নাসার নিক হেগ এবং রাশিয়ান নভোচর আলেকজান্ডার গর্বুনভ। কিছুদিন আগে ড্রাগন যানে চড়ে তারা মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। আগামী বুধবার সুনীতাসহ চারজনকে নিয়ে আবার পৃথিবীর উদ্দেশে রওনা দেবে স্পেসএক্সের মহাকাশযানটি।
 

মন্তব্য

১৩০০ কর্মীকে ছাঁটাই, বন্ধ হওয়ার পথে ভয়েস অব আমেরিকা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
১৩০০ কর্মীকে ছাঁটাই, বন্ধ হওয়ার পথে ভয়েস অব আমেরিকা
সংগৃহীত ছবি

ভয়েস অব আমেরিকার ১ হাজার ৩০০ জনেরও বেশি কর্মীকে শনিবার থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এর মাধ্যমে বন্ধ হওয়ার পথে মার্কিন অর্থায়নে চলা প্রতিষ্ঠানটি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের আরো দুটি সংবাদমাধ্যমের তহবিলও বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার সরকারি তহবিলে পরিচালিত সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার মূল প্রতিষ্ঠান এবং আরো ছয়টি ফেডারেল সংস্থাকে কর্মী হ্রাস করার নির্দেশ দিয়েছিলেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ইমইেলের মাধ্যমে ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি এশিয়া এবং অন্যান্য সংবাদমাধ্যমের শত শত সাংবাদিকদের বরখাস্তের খবর জানানো হয়েছে। ওই ইমেইলে অফিসে তাদের প্রবেশ নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে। এছাড়া তাদের আইডি কার্ড, হাউসের দেওয়া মোবাইল ফোন এবং অন্যান্য সরঞ্জামাদি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

ক্ষমতায় এসে মার্কিন উন্নয়ন সংস্থা এবং শিক্ষা বিভাগের কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করার পর গণমাধ্যম কর্মীদের ছাঁটাই করলেন ট্রাম্প। শুক্রবার এক নির্বাহী আদেশে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়াকে (ইউএসএজিএম) অপ্রয়োজনীয় ফেডারেল আমলাতন্ত্রের অংশ হিসেবে তালিকাভুক্ত করেছেন তিনি। যার ফলে কয়েক দশক ধরে চলা গণমাধ্যমগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার হুমকিতে পড়েছে। 

ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিচস বলেন, তার প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৩০০ সাংবাদিক, প্রযোজক ও সহযোগীদের প্রায় সবাইকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।

এর মাধ্যমে প্রায় ৫০টি ভাষায় পরিচালিত এই সম্প্রচারমাধ্যমকে প্রায় পঙ্গু করে দেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এক পোস্টে আব্রামোভিচ লেখেন, ‘৮৩ বছরের মধ্যে প্রথমবার বহু ভাষাভাষীর ভয়েস অব আমেরিকা নীরব হয়ে যাচ্ছে, এ জন্য আমি গভীরভাবে ব্যথিত। বিশ্বজুড়ে স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখছিল।’

নাৎসি প্রোপাগান্ডার বিরুদ্ধে প্রচার চালাতে ১৯৪২ সালে ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠা করা হয়। এখনো এক সপ্তাহে ভয়েস অব আমেরিকার গ্রাহক বিশ্বের ৩৬ কোটি মানুষ।

একটি গ্রুপ হিসেবে ইউএসএজিএমের কর্মীর সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। কংগ্রেসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে তাদের বাজেট বরাদ্দ ছিল ৮৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

আরো পড়ুন
শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ অবৈধভাবে বিক্রির অভিযোগ

শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ অবৈধভাবে বিক্রির অভিযোগ

 

ভয়েস অব আমেরিকার সাবেক উপস্থাপক ক্যারি লেককে প্রতিষ্ঠানটির নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত।

ট্রাম্প প্রশাসন দাবি, এই কাটছাঁট নিশ্চিত করবে যে করদাতারা আর উগ্রবাদী প্রচারণার শিকার হবেন না।

মন্তব্য

সর্বশেষ সংবাদ