ফেলে দেওয়া রান্নার তেল দিয়ে বিমান চালানো নিয়ে গবেষণা

ডয়চে ভেলে
ডয়চে ভেলে
শেয়ার
ফেলে দেওয়া রান্নার তেল দিয়ে বিমান চালানো নিয়ে গবেষণা
প্রতীকী ছবি : এএফপি

তেলে কিছু ভাজার পর সেই তেল সাধারণত ফেলে দেওয়া হয়। কিন্তু ফেলে দেওয়া এই তেল বিমান চালাতে ব্যবহার করা যায় কি না, তা নিয়ে স্পেনে গবেষণা চলছে। এতে সহায়তা করছে ইউরোপীয় ইউনিয়ন। স্পেনের বিমান সংস্থা আইবেরিয়া ২০৩০ সালের মধ্যে তাদের ১০ শতাংশ ফ্লাইট এই তেল দিয়ে চালাতে চায়।

এয়ারলাইন সাস্টেইনেবিলিটি পরিচালক টেরেসা পারেখো বলেন, ‘গবেষণায় দেখা গেছে, টেকসই জ্বালানি শিল্প খাত গড়ে তোলার বিপুল সম্ভাবনা আছে, বিশেষ করে স্পেনে। বিমান চলাচল খাত পরিবেশবান্ধব করা আমাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশের দিকে দেখুন, আমরা ইউরোপের প্রান্তে অবস্থিত। আর আমাদের অনেক দ্বীপ আছে, যেগুলোকে মূল দেশের সঙ্গে যুক্ত রাখা প্রয়োজন।

ভাজাপোড়ার তেল থেকে টেকসই কেরোসিন তৈরিতে এখন তিন গুণ বেশি খরচ হচ্ছে। তবে সরবরাহ বাড়লে দাম কমে আসবে। স্পেনের আন্দালুসিয়ায় আরেকটি নতুন রিফাইনারি তৈরি হচ্ছে। সেখানে আরো বর্জ্যকে জ্বালানিতে পরিণত করা হবে।

ইউরোপে এই ধরনের এটিই সবচেয়ে বড় রিফাইনারি হবে।

এই খাত এগিয়ে যাওয়ার পেছনে ইউরোপীয় ইউনিয়নেরও ভূমিকা আছে। তারা মনে করে, বিমানে অবশ্যই ২ শতাংশ টেকসই জ্বালানি ব্যবহার করতে হবে। ২০৩০ সালে সংখ্যাটি ছয় শতাংশ ও ২০৫০ সালের মধ্যে ৭০ শতাংশ করতে চায় ইইউ।

মাদ্রিদের এই গবেষণাগারে রেপসল কম্পানি বিমান খাতে অপরিশোধিত তেল ছাড়া আর কী ব্যবহার করা যায় তা নিয়ে কাজ করছে।

এ ছাড়া জার্মান এয়ারোস্পেস সেন্টার ভাজাপোড়া তেলের পরিবেশগত প্রভাব নিয়ে কাজ করেছে। একটি গবেষণা বিমান ব্যবহার করে তারা বড়, বাণিজ্যিক বিমানের ধোঁয়া পর্যবেক্ষণ করেছে। প্রথমটিতে সাধারণ জ্বালানি ব্যবহৃত হয়েছে। পরেরটিতে পুরোপুরি নতুন বিকল্প জ্বালানি ব্যবহার করা হয়েছে, যা রান্নার তেল থেকে তৈরি হয়েছে।

জার্মান এয়ারোস্পেস সেন্টারের ক্রিস্টিয়ানে ফোইগট বলেন, ‘আমরা দেখতে পেয়েছি, টেকসই জ্বালানি ব্যবহারের কারণে কম ধোঁয়া নির্গত হয়েছে। এর ফলে বরফের স্ফটিক কমে এবং এটা উষ্ণতা কমায়।’

মন্তব্য

সম্পর্কিত খবর

রেস্তোরাঁয় খাবারে প্রস্রাবের ভিডিও ভাইরাল, আটক ২ কিশোর

    হাজারো গ্রাহককে ক্ষতিপূরণের ঘোষণা
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
রেস্তোরাঁয় খাবারে প্রস্রাবের ভিডিও ভাইরাল, আটক ২ কিশোর
গত মাসে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, সাংহাইয়ের হাইডিলাও রেস্তোরাঁর একটি শাখায় এক যুবক টেবিলের ওপর দাঁড়িয়ে ফুটন্ত ঝোলের মধ্যে প্রস্রাব করছেন।

চীনের অন্যতম বৃহৎ রেস্টুরেন্ট চেইন হাইডিলাও হাজারো গ্রাহকের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে। এক গ্রাহকের হটপটে মূত্র মেশানোর ভিডিও অনলাইনে ভাইরাল হওয়ার পর এ ঘোষণা এলো।

গত মাসে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, সাংহাইয়ের হাইডিলাও রেস্তোরাঁর একটি শাখায় এক যুবক টেবিলের ওপর দাঁড়িয়ে ফুটন্ত ঝোলের মধ্যে প্রস্রাব করছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

ব্যবহারকারীরা চীনের অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট চেইনে এমন খাদ্য নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন। পরে হাইডিলাও গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করে দুঃখ প্রকাশ করে এবং আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়।

রেস্তোরাঁটির বিবৃতিতে বলা হয়, ‘২৪ ফেব্রুয়ারি গভীর রাতে সাংহাইয়ের বান্দ এলাকায় একটি ব্যক্তিগত কক্ষে খাবার খাওয়ার পর দুই ব্যক্তি একটি হটপটে মূত্রত্যাগ করেন। আমাদের ব্যবস্থাপনায় এমন ধরনের ঘটনার জন্য কোনো প্রস্তুতি ছিল না।

তাই কর্মীরা ঘটনাস্থলে কোনো অস্বাভাবিকতা শনাক্ত করতে পারেননি এবং ডাইনিং পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন।’

রেস্তোরাঁটি আরো জানায়, ২৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত তাদের চার হাজার ১০০-এর বেশি অর্ডার নেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে রেস্তোরাঁয় খাওয়া বা খাবার অর্ডার করা গ্রাহকদের পূর্ণ অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি তার ১০ গুণ অতিরিক্ত ক্ষতিপূরণও দেওয়া হবে।

এদিকে সাংহাই পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ১৭ বছর বয়সী দুই কিশোর—টাং ও উকে ‘প্রশাসনিক আটক’ করা হয়েছে।

চীনে বেশির ভাগ অপরাধের জন্য ফৌজদারি দায়ভার নেওয়ার বয়সসীমা ১৬ বছর হলেও হত্যার মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে তা ১২ বছর পর্যন্ত হতে পারে।

ফ্রেশ মাংসের টুকরা, সুস্বাদু ঝোল ও বন্ধুত্বপূর্ণ পরিবেশের জন্য চীনে ব্যাপক জনপ্রিয় হাইডিলাও সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র, জাপান, ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশে শাখা খুলেছে। তবে তাদের দুঃখ প্রকাশের বার্তা চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে ভালোভাবে গ্রহণ করা হয়নি। ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, প্রতিষ্ঠানটি ভুল স্বীকার করতে কয়েক সপ্তাহ দেরি করেছে। একজন মন্তব্য করেন, ‘এটা (দুঃখ প্রকাশ) আগে কোথায় ছিল? শুরুতেই বললেই কি ভালো হতো না?’

অনেকে রেস্তোরাঁর আগের এক বিবৃতির সমালোচনা করেন, যেখানে তারা ‘বিদ্বেষমূলক তথ্য ছড়ানোর’ জন্য কিছু ব্যক্তিকে দায়ী করেছিল, যা অবশ্য পরে মুছে ফেলা হয়।

 

চীনে একসময় খাদ্য নিরাপত্তা সংক্রান্ত কেলেঙ্কারির ঘটনা সাধারণ ছিল। ২০০৮ সালে দূষিত গুঁড়া দুধের কারণে কয়েক লাখ শিশু অসুস্থ হয়ে পড়ে এবং অন্তত ছয়জনের মৃত্যু হয়। তার পর থেকে পরিস্থিতির উন্নতি হলেও খাবারের মান সংক্রান্ত অনিয়ম এখনো দেখা যায়। এ সপ্তাহেই ব্রেইজড চিকেনের একটি বিখ্যাত রেস্টুরেন্ট চেইন দুঃখ প্রকাশ করেছে, যখন রাষ্ট্রীয় গণমাধ্যম তাদের কিছু ফ্র্যাঞ্চাইজিতে নোংরা উপকরণ ব্যবহার ও বাসি খাবার পুনর্ব্যবহারের মতো অনিয়ম উন্মোচন করে।

সূত্র : এএফপি

মন্তব্য

সামরিক পোশাক পরে শীর্ষ কমান্ডারদের যে নির্দেশ দিলেন পুতিন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সামরিক পোশাক পরে শীর্ষ কমান্ডারদের যে নির্দেশ দিলেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ছাব: এএফপি

সামরিক পোশাক পরিহিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার শীর্ষ কমান্ডারদের পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে যত তাড়াতাড়ি সম্ভব পরাজিত করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পুতিনকে ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব বিবেচনা করতে বলেছেন।

ইউক্রেনীয় বাহিনী ৬ আগস্ট রাশিয়ার সীমান্ত অতিক্রম করে রাশিয়ার অভ্যন্তরে এক টুকরো জমি দখল করে। কিন্তু গত কয়েকদিন ধরে রাশিয়ার তীব্র আক্রমণের ফলে ইউক্রেন কুরস্কের ২০০ বর্গকিলোমিটার (৭৭ বর্গমাইল) এরও কম জমি নিজেদের দখলে রাখতে পেরেছে।

যা গত গ্রীষ্মে দখলে নেওয়া ১ হাজার ৩০০ বর্গকিলোমিটার (৫০০ বর্গমাইল) থেকে কম বলে রুশ সেনাবাহিনী জানিয়েছে।

বুধবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পুতিন জেনারেলদের বলেন, ‘অদূর ভবিষ্যতে আমাদের কাজ হল স্বল্পতম সময়ের মধ্যে কুরস্ক অঞ্চলে অবস্থানরত শত্রুকে চূড়ান্তভাবে পরাজিত করা। এবং অবশ্যই আমাদের সীমান্ত বরাবর একটি নিরাপত্তা অঞ্চল তৈরি করার কথা ভাবতে হবে।’

সবুজ পোশাক পরিহিত পুতিনের এই মন্তব্য এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন মস্কো যুদ্ধবিরতিতে রাজি হবে।

যদি তা না হয় তাহলে ওয়াশিংটন রাশিয়ার আর্থিক ক্ষতি করতে পারে।

রাশিয়ার জেনারেল স্টাফ প্রধান ভ্যালেরি গেরাসিমভ পুতিনকে বলেছেন, রুশ বাহিনী কুরস্কে তাদের একসময় দখল করা ৮৬ শতাংশেরও বেশি ভূখণ্ড থেকে ইউক্রেনীয় বাহিনীকে সরিয়ে দিয়েছে, যা ১ হাজার ১০০ বর্গকিলোমিটার (৪২৫ বর্গমাইল) ভূমির সমান।

আরো পড়ুন
রাশিয়া যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, ইউক্রেনে তীব্র লড়াই

রাশিয়া যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, ইউক্রেনে তীব্র লড়াই

 

তবে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য ভবিষ্যতের আলোচনায় কুরস্ককে দর কষাকষির উপকরণ হিসেবে ব্যবহার করার ইউক্রেনের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। পুতিন বলেছেন, কুরস্ক অভিযানের ফলে রাশিয়া পূর্ব ইউক্রেনে তাদের অগ্রযাত্রা থেকে সেনাদের সরিয়ে নিতে বাধ্য করবে, ইউক্রেনের এমন কৌশলও কার্যকর হয়নি বলে জানিয়েছেন।

তিনি বলেছেন, গত পাঁচ দিনে রুশ বাহিনী ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে ২৪টি বসতি এবং ২৫৯ বর্গকিলোমিটার (১০০ বর্গমাইল) ভূমি পুনরুদ্ধার করেছে এবং ৪০০ জনেরও বেশি বন্দি রয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, কুরস্ক থেকে ইউক্রেনীয় বাহিনীকে তাড়িয়ে দেওয়ার জন্য রাশিয়ার অভিযান চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইউক্রেনের শীর্ষ সেনা কমান্ডার ওলেকসান্ডার সিরস্কি বুধবার বলেছেন, কিয়েভের সেনারা যতদিন প্রয়োজন ততদিন কুরস্কে তৎপর থাকবে এবং সুদজা শহরের আশেপাশে লড়াই অব্যাহত রয়েছে।

সৌদি আরবে আলোচনায় কিয়েভ যুদ্ধবিরতি প্রস্তাবকে সমর্থন করার জন্য প্রস্তুত থাকার কথা বলার পর, গত মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে অস্ত্র সরবরাহ এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি পুনরায় শুরু করতে সম্মত হয়েছে। 

সূত্র: রয়টার্স
 

মন্তব্য

‘মাদকের বিরুদ্ধে যুদ্ধের’ সব দায়ভার নিলেন দুতার্তে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধের’ সব দায়ভার নিলেন দুতার্তে
সংগৃহীত ছবি

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে তার সরকারের সময় তথাকথিত ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’-এর সব দায় স্বীকার করবেন বলে জানিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) হেফাজতে নেওয়ার কিছুক্ষণ পর বিমানে ধারণ করা এক ভিডিওবার্তায় তিনি এ কথা জানান। খবর দ্য গার্ডিয়ানের।

তিনি বলেন, অতীতে যা-ই ঘটুক না কেন, আমি আমাদের আইন প্রয়োগকারী এবং সামরিক বাহিনীর সামনে থাকব।

আমি আগেই বলেছি যে, আমি তোমাদের রক্ষা করব এবং সব কিছুর জন্য আমি দায়ী থাকব।

মঙ্গলবার নাটকীয়ভাবে গ্রেপ্তারের পর ফিলিপাইনের জনসাধারণের জন্য এটিই ছিল তার প্রথম বক্তব্য। এই ভিডিওবার্তাটি তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মুখোমুখি করার জন্য নেদারল্যান্ডসে নিয়ে আসা বিমানের মধ্যেই ধারণ করা হয়েছিল বলে মনে করা হচ্ছে।

দুতার্তের ভিডিওবার্তাটি ইতিমধ্যে কোটিবারেরও বেশি দেখা হয়ে গেছে।

ভিডিওতে শুধু দুতার্তকেই কথা বলতে দেখা যায়। তার পরনে ছিল সাদা রঙের একটি জামা।

ভিডিওবার্তায় দুতার্তে তার সমর্থকদের উদ্দেশে বলেছেন, ‘আমি ঠিক আছি, চিন্তা করবেন না। এটা একটা দীর্ঘ আইনিপ্রক্রিয়া হবে।

তবে আমি আপনাদের বলছি, আমি আমার দেশের জন্য কাজ করে যাব এবং যদি এটাই আমার নিয়তি হয়, তবে তা-ই হোক।’

মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানার আওতায় গত মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দুতার্তেকে গ্রেপ্তার করা হয়। একই দিন তাকে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আইসিসির উদ্দেশে পাঠানো হয়। ৭৯ বছর বয়সী দুতার্তে এখন এই আদালতে বিচারের মুখোমুখি হচ্ছেন।

দুতার্তে কয়েক দফায় ফিলিপাইনের দাভাওয়ের সিটি মেয়র ছিলেন।

পরে তিনি ফিলিপাইনের প্রেসিডেন্ট হন। প্রেসিডেন্ট হিসেবে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। দুতার্তে মেয়র ও প্রেসিডেন্ট থাকাকালে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নামেন। কথিত এই মাদকবিরোধী যুদ্ধের নামে বহু মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়।

আরো পড়ুন
নিজ দেশের নাগরিকদের পাকিস্তান ভ্রমণে সতর্ক করল যুক্তরাষ্ট্র

নিজ দেশের নাগরিকদের পাকিস্তান ভ্রমণে সতর্ক করল যুক্তরাষ্ট্র

 

প্রেসিডেন্ট থাকাকালে দুতার্তের মাদকবিরোধী অভিযানে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে তদন্ত করে আইসিসি। এই তদন্তের আলোতে আইসিসি দুতার্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। হংকং থেকে সংক্ষিপ্ত সফর শেষ করে মঙ্গলবার ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পরই গ্রেপ্তার হন দুতার্তে।

মন্তব্য

রাশিয়া যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, ইউক্রেনে তীব্র লড়াই

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
রাশিয়া যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, ইউক্রেনে তীব্র লড়াই
ছবিসূত্র: এএফপি

ইউক্রেন রাজি হওয়ার পর যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে এবার রাশিয়া যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। বুধবার এ খবর জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র যে প্রতিনিধি দলটি পাঠাচ্ছে সেখানে ঠিক কারা কারা আছেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প।

তবে হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ইতোমধ্যে বিষয়টি নিয়ে রুশ প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন।

চলতি সপ্তাহের শুরুতে হোয়াইট হাউসের ঘনিষ্ট একটি সূত্র বিবিসিকে জানিয়েছিল, জেদ্দায় আলোচনা শেষে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতির আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে মস্কো যেতে পারেন। বুধবার হোয়াইট হাউসের ব্রিফিংয়েও প্রস্তাব পাঠানোর বিষয়ে নিশ্চিত করা হয়েছে।

এদিকে ক্রেমলিনের পক্ষ থেকে এ ব্যাপারে জানানো হয়েছে যে, তারা যুদ্ধবিরতি প্রস্তাবটি বিশদভাবে পর্যালোচনা করে দেখছেন। যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া রাজি হবে কি না, বিষয়টি আগামী কয়েক দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে বলে জানান রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

এদিকে সম্ভাব্য যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা চলমান থাকার মধ্যেই ইউক্রেনে যুদ্ধ আবারও তীব্র আকার ধারণ করেছে। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহ ছাড়াও বন্দর শহর ওডেসা, ডিনিপ্রোপেট্রোভস্ক এবং খারকিভের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে জানা যাচ্ছে। রাশিয়ার কুরস্ক অঞ্চলেও সংঘর্ষ অব্যাহত রয়েছে।

আরো পড়ুন
পাথরের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেল বাস, নিহত ১৩

পাথরের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেল বাস, নিহত ১৩

 

 

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রে পেসকভ বলেছেন, রুশ সেনারা ‘সফলভাবে অগ্রসর হচ্ছে।

’ যেসব এলাকায় ইউক্রেনের সেনারা আগে দখলে নিয়েছিল, সেগুলো পুনরুদ্ধার করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কুরস্ক অঞ্চলের একটি কমান্ড পোস্ট পরিদর্শন করেছেন। ওই অঞ্চলে পুতিনের এটাই প্রথম সফর। রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সফরকাল রুশ প্রেসিডেন্ট ওই অঞ্চলটিকে ‘সম্পূর্ণরূপে মুক্ত’ করার জন্য সেনাদের প্রতি নির্দেশ দিয়েছেন।

আরো পড়ুন
গ্রিনল্যান্ডে মধ্য-ডানপন্থী বিরোধী ডেমোক্র্যাটদের আশ্চর্যজনক জয়

গ্রিনল্যান্ডে মধ্য-ডানপন্থী বিরোধী ডেমোক্র্যাটদের আশ্চর্যজনক জয়

 

এ ছাড়া মঙ্গলবার ইউক্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় যুদ্ধবিরতির ব্যাপারে যে প্রস্তাব উঠে এসেছে, সেটা নিয়ে পুতিন এখনও কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে, ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান ওলেকজান্ডার সিরস্কি বুধবার ইঙ্গিত দিয়েছেন, তাদের কিছু সেনা কুরস্ক থেকে সরে যাচ্ছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে একটি পোস্টে তিনি বলেছেন, ‘সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আমাদের অগ্রাধিকার ছিল ইউক্রেনের সেনাদের জীবন বাঁচানো।’ এমন জটিল পরিস্থিতির মধ্যেও যুদ্ধবিরতি কার্যকর হওয়া ব্যাপারে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির বিষয়ে ইউক্রেনকে রাজি করানোর জন্য রীতিমত চাপ প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র।

সূত্র: বিবিসি

মন্তব্য

সর্বশেষ সংবাদ