ক্ষমা চাইলে ইমরান খানের মুক্তি সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ক্ষমা চাইলে ইমরান খানের মুক্তি সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান (বাঁয়ে) এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ (ডানে)। ছবি: এপিএফ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান যদি ২০২৩ সালের ৯ মের দাঙ্গার ঘটনায় আন্তরিকভাবে ক্ষমা চান তবে তার মুক্তি সম্ভব। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ এ কথা বলেছেন।

ওই ঘটনায় দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পর দেশজুড়ে সামরিক স্থাপনা ভাঙচুর করা হয়েছিল। তৎকালীন পাকিস্তান ডেভেলপমেন্ট মুভমেন্ট (পিডিএম) সরকার এবং বর্তমান সরকার দাঙ্গার জন্য পিটিআইকে দায়ী করেছে।

ওই দাঙ্গার ঘটনার জন্য পিটিআইকে দায়ী করা হলেও তা অস্বীকার করে আসছে দেশটির সাবেক ক্ষমতাসীন দলটি।

আজ রাতে প্রচারিত হতে যাওয়া জিও নিউজের ‘জিরগা’ অনুষ্ঠানে সানাউল্লাহ বলেন, ‘খান দেশকে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে ঠেলে দিয়েছেন। তিনি মনে করেছিলেন তার কর্মকাণ্ডের মাধ্যমে বিপ্লব আনতে পারবেন।’

তিনি জোর দিয়ে বলেন, ‘কিন্তু না, বিপ্লবের কোনো সম্ভাবনা নেই।

শুধু রাজনৈতিক সংগ্রামই এখানে বিজয়ের দিকে নিয়ে যাবে।’ ইমরান খানের পদ্ধতির মাধ্যমে সাফল্যের কোনো সম্ভাবনা তিনি উড়িয়ে দিয়েছেন।

৯ মের জন্য ক্ষমা চাইলে কি খানের মুক্তি সম্ভব? জানতে চাইলে সানাউল্লাহ উত্তর দেন, ‘আমি মনে করি, ৯ মে পর্যন্ত যদি তিনি ক্ষমা চান, তাহলে আলোচনা এগিয়ে যেতে পারে অথবা হয়তো আমরা কথা বলতে পারি।’

প্রধানমন্ত্রীর সহযোগী এর আগে মন্তব্য করেছিলেন, আদালত যদি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে মুক্তি দেন তবে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের কোনো আপত্তি থাকবে না।

ইমরান খান বিভিন্ন মামলায় এক বছরেরও বেশি সময় ধরে আদিয়ালা কারাগারে বন্দি।

সানাউল্লাহর মন্তব্য তাৎপর্যপূর্ণ, কারণ রাজনৈতিক তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে যার ফলে আরো রাজনৈতিক মেরুকরণ হতে পারে।

সূত্র : জিও নিউজ

মন্তব্য

সম্পর্কিত খবর

এবার গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
এবার গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল
সংগৃহীত ছবি

এবার ইসরায়েলি বোমায় নিহত হয়েছেন ফিলিস্তিনের গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম। তিনি এক সপ্তাহেরও কম সময় আগে উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। এর আগে গত ১৮ মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হত্যা করে দখলদার ইসরায়েল। এরপর ইসমাইল বারহুম তার স্থলাভিষিক্ত হয়েছিলেন।

গতকাল রবিবার (২৩ মার্চ) উপত্যকাটির বিভিন্ন জায়গায় নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই তালিকায় আছেন নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমও। চলমান যুদ্ধে নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় উপত্যকাটিতে মৃতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে।

গতকাল রবিবার রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ওই হামলায় ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হন। হামাস ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইসমাইল নাসের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই তাকে হত্যা করা হয়েছে।

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনিসে প্রতিরক্ষা বাহিনী ‘সফলভাবে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে।’

আরো পড়ুন
ঈদের ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ৩ এপ্রিলের টিকিট

ঈদের ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ৩ এপ্রিলের টিকিট

 

তিনি বলেন, ইসমাইল বারহুম ছিলেন গাজার হামাস সরকারের নতুন প্রধানমন্ত্রী। তিনি কয়েক দিন আগে নিহত সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

মন্তব্য

মেক্সিকোতে খাদে পড়ে গাড়িতে আগুন, ১২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মেক্সিকোতে খাদে পড়ে গাড়িতে আগুন, ১২ জনের মৃত্যু
ছবিসূত্র : এক্স থেকে সংগৃহীত

উত্তর মেক্সিকোতে একটি গাড়ি খাদে পড়ে আগুন ধরে যাওয়ায় ১২ জন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় সময় গতকাল রবিবার এ দুর্ঘটনা ঘটেছে উত্তর মেক্সিকোর রাজ্য নুয়েভো লিওনে। সান্তিয়াগো পৌরসভার মেয়র ডেভিড দে লা পেনা একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তায় বলেছেন, দুর্ঘটনাটি গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১২০ মিটার (৩৯৪ ফুট) গভীর খাদে পড়ে যাওয়া ভ্যানটিতে ১৬ জন যাত্রী ছিলেন।

যাত্রীরা কোথা থেকে এসেছিলেন এবং চালকও ছিলেন কি না, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। কিছু লোক ঘটনাস্থলেই মারা গেছেন। বাকিদের হাসপাতালে নেওয়া হলে তার মধ্যে অনেকের মৃত্যু হয়।

আরো পড়ুন
ক্ষমা চাইলে ইমরান খানের মুক্তি সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ক্ষমা চাইলে ইমরান খানের মুক্তি সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

 

কর্তৃপক্ষের শেয়ার করা ছবিতে দেখা গেছে, একটি বন থেকে ধোঁয়া উঠছে।

যেখানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একটি হেলিকপ্টার আগুন নেভানোর জন্য কাজ করছে। রাজ্য কর্তৃপক্ষের ধারণা, আগুন নিয়ন্ত্রণে আনার আগে প্রায় দুই হেক্টর জমি পুড়ে গেছে। এ দুর্ঘটনা বহুসংখ্যক সড়ক দুর্ঘটনার মধ্যে সর্বশেষ ঘটনা, যেখানে প্রাণহানির ঘটনা ঘটেছে।

এই মাসের শুরুতে দক্ষিণ মেক্সিকোতে একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় ১১ জন নিহত হন।

গত মাসেও দক্ষিণ মেক্সিকোতে একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ৪১ জন নিহত হন। গত বছরের শেষের দিকে, মধ্য মেক্সিকোতে একটি বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছিলেন। 

সূত্র : রয়টার্স

মন্তব্য

কানাডায় ২৮ এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কানাডায় ২৮ এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা
সংগৃহীত ছবি

কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ২৮ এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে কানাডাকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি মোকাবেলার অঙ্গীকার করেছেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জায়গায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা কার্নিকে বেছে নিয়েছিল কানাডার মধ্যপন্থী লিবারেল পার্টি। যদিও তিনি কখনো দেশটির জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

আগামী অক্টোবরে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে সেই নির্বাচন কয়েক মাস এগিয়ে আনার মধ্য দিয়ে তিনি স্পষ্ট করেছেন যে, ট্রাম্পের ক্রমাগত হুমকি এবং বাণিজ্য যুদ্ধই হবে তাঁর প্রচারণার মূল বিষয়।

গতকাল রবিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কার্নি বলেন, ‘আমি গভর্নর জেনারেলকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার এবং আগামী ২৮ এপ্রিল নির্বাচন আয়োজনের অনুরোধ জানিয়েছি। তিনি সম্মতি দিয়েছেন।

কার্নি আরো বলেন, ‘ট্রাম্প আমাদের বিভক্ত করতে চান, যাতে আমেরিকা আমাদের মালিক হতে পারে। আমরা তা হতে দেব না। প্রেসিডেন্ট ট্রাম্পের অযৌক্তিক বাণিজ্যিক পদক্ষেপ এবং সার্বভৌমত্বের প্রতি তাঁর হুমকির কারণে আমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটের মুখোমুখি। আমাদের প্রতিক্রিয়া হওয়া উচিত একটি শক্তিশালী অর্থনীতি এবং আরো নিরাপদ কানাডা গড়ে তোলা।

এক দশক ক্ষমতায় থাকা লিবারেল সরকারের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। কিন্তু দেশপ্রেমের ঢেউ তুলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে মুখিয়ে আছেন কার্নি।

কানাডার নির্বাচনে সাধারণত জীবনযাত্রার ব্যয় এবং অভিবাসনের মতো অভ্যন্তরীণ বিষয় প্রাধান্য পেয়ে থাকে। তবে এবার তালিকার শীর্ষে রয়েছে—কে ট্রাম্পকে ভালোভাবে মোকাবেলা করতে পারবেন।

ব্যাপক সমালোচনার মুখে ট্রুডো ক্ষমতা থেকে সরে দাঁড়ান।

এরপর বিরোধী দল কনজারভেটিভ পার্টির পিয়েরে পইলিভর আলোচনায় চলে আসেন। কয়েক সপ্তাহ আগেও জনমত জরিপে এগিয়ে ছিলেন তিনি। তবে লিবারেলদের ক্ষমতা নেওয়ার পর সেই ব্যবধান ঘুচিয়ে এনেছেন কার্নি।
সিবিসি নিউজ পোল ট্র্যাকারের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত লিবারেল পার্টি ৩৭.৫ শতাংশ সমর্থন নিয়ে এগিয়েছিল। অন্যদিকে কনজারভেটিভদের প্রতি সমর্থন ছিল ৩৭.১ শতাংশ ভোটারের।

জগমিত সিংয়ের নেতৃত্বাধীন বামপন্থী নিউ ডেমোক্রেটিক পার্টির প্রতি ১১.৬ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে।

আরো পড়ুন
পুতিন দয়ালু মানুষ : উইটকফ

পুতিন দয়ালু মানুষ : উইটকফ

 

দলগুলো কানাডার আইনসভার নিম্নকক্ষ হাউস অব কমনসের ৩৪৩টি আসনে লড়াই করবে। যে দল সবচেয়ে বেশি আসন পাবে তাদেরই সাধারণত সরকার গঠন করতে বলা হয়। আর ওই দলের নেতাই প্রধানমন্ত্রী হয়ে থাকেন।

মন্তব্য

পুতিন দয়ালু মানুষ : উইটকফ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পুতিন দয়ালু মানুষ : উইটকফ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পপন্থী সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি বলেন, ‘আমি পুতিনকে খারাপ মানুষ মনে করি না। তিনি অত্যন্ত বুদ্ধিমান। পুতিন দয়ালু এবং সোজাসাপ্টা মানুষ।

ইউক্রেনের সমর্থনে আন্তর্জাতিক বাহিনী গঠনের যে প্রস্তাব ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দিয়েছেন সে ব্যাপারে কথা বলতে গিয়ে উইটকফ এ কথা বলেন। উইটকফ স্টারমারের এই প্রস্তাবকে ‘লোক-দেখানো’ আখ্যা দিয়ে খারিজ করে দিয়েছেন উইটকফ। খবর বিবিসির।

তিনি বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং অন্য ইউরোপীয় নেতারা উইনস্টন চার্চিলের মতো হওয়ার ভান করছেন।

তারা বলতে চাইছেন যে, রাশিয়া এখন ইউরোপের দিকে এগিয়ে আসবে। এটি অতি সরলীকৃত একটি ধারণা।

ট্রাম্পের বিশেষ দূত বলেন, এই সংঘাতের সবচেয়ে বড় সমস্যা হলো তথাকথিত চারটি অঞ্চল—ডনবাস, ক্রিমিয়া; নামগুলো আপনি জানেন।

মূলত ইউক্রেনের পাঁচটি অঞ্চল—লুহানস্ক, দোনেত্স্ক, জাপোরিঝিয়া, খেরসন ও ক্রিমিয়া দখলে নিয়েছে রাশিয়া।

ডনবাস একটি শিল্পাঞ্চল, যাতে লুহানস্ক ও দোনেৎস্কের বেশির ভাগ অন্তর্ভুক্ত।

রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণ ব্যাখ্যা করতে গিয়ে উইটকফ বলেন, ‘রুশদের দৃষ্টিকোণ থেকে দখলকৃত এই অঞ্চলগুলো এখন রাশিয়ার অংশ। ইউক্রেনের সংবিধান অনুযায়ী তাদের কতটুকু অঞ্চল ছেড়ে দেওয়া সম্ভব, সেটিই মূল প্রশ্ন। রুশ সেনারা এরই মধ্যে এই অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করছে, এখন প্রশ্ন হলো বিশ্ব কি একে রাশিয়ার অংশ হিসেবে স্বীকার করবে?’

তিনি আরো বলেন, ‘রাশিয়ার একটি মত রয়েছে যে, ইউক্রেন একটি কৃত্রিম দেশ, যা বিভিন্ন অঞ্চল জোড়া দিয়ে বানানো হয়েছে এবং এটিই যুদ্ধের মূল কারণ। রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এই অঞ্চলগুলো নিজেদের মনে করে, কিন্তু কেউ এ বিষয়ে কথা বলতে চায় না।

পুতিনের দাবি, ন্যাটোর সম্প্রসারণের ঝুঁকি এবং স্বাধীন ইউক্রেনের অস্তিত্বই রুশ আগ্রাসনের মূল কারণ।

উইটকফ বলেন, ‘রাশিয়া কেন ইউক্রেন দখল করতে চাইবে? তারা এরই মধ্যে পাঁচটি অঞ্চল দখল করেছে, ক্রিমিয়া নিয়ন্ত্রণে রয়েছে, তারা যা চেয়েছিল তা পেয়ে গেছে। আর কিছু দরকার নেই।’

কিয়ার স্টারমারের ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ গঠনের পরিকল্পনার বিষয়ে উইটকফ বলেন, ‘এটি রাজনৈতিক স্ট্যান্ট এবং অতি সরলীকৃত চিন্তা। কিছু লোক মনে করে, আমরা সবাই যেন উইনস্টন চার্চিল হয়ে যাই। রাশিয়া ইউরোপ আক্রমণ করতে যাচ্ছে, এই চিন্তা হাস্যকর। কারণ আমাদের ন্যাটো রয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছিল না।’ 

মন্তব্য

সর্বশেষ সংবাদ