বর্ষা ছাড়াও সাগরের জোয়ারের পানি থেকে চট্টগ্রামের ভোগ্যপণ্যের পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জসহ নগরের একাংশ ডুবে যাওয়া রোধে কর্ণফুলী নদীর সঙ্গে চাক্তাই-রাজাখালী খালের সংযোগ মুখে নির্মিত হয়েছে জলকপাট। এর সামনে পলি জমে থাকায় পানি চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। আগামী বর্ষায় তা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। ছবিটি রাজাখালী খাল থেকে তোলা। ছবি : রবি শংকর