<p>২০২৪ সালে সড়কপথে ৯৬টি ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ডাকাতদলের হামলায় ১৫৫ জন আহত এবং একজন নিহত হয়েছে। অন্যদিকে নৌপথে ১৬১টি ডাকাতির ঘটনায় সর্বশেষ খুন হওয়া সাতজনসহ ১১ জন নিহত হয়েছে। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল সোমবার এই তথ্য জানান সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা।</p> <p>শান্তা ফারজানা বলেন, সরকার ও যথাযথ কর্তৃপক্ষের কাছে সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো সত্ত্বেও সড়কে প্রতি তিন কিলোমিটার অন্তর পুলিশ বুথ বা ওয়াচ টাওয়ার স্থাপন না করা, হাইওয়ে পুলিশসহ জেলা-উপজেলা পর্যায়ের পুলিশ-প্রশাসনের দায়িত্বে অবহেলার কারণে এসব ঘটনা ঘটেছে।</p> <p>সেভ দ্য রোডের মহাসচিব বলেন, নৌপথে কোস্ট গার্ড ও নৌ পুলিশের দায়িত্বে অবহেলার সুযোগে অন্যান্য বছরের তুলনায় বিদায়ি বছরে ডাকাতি বেড়েছে। নৌপথে ১৬১টি ডাকাতির ঘটনায় সর্বশেষ খুন হওয়া সাতজনসহ ১১ জন নিহত হয়েছে। রেলপথে মহাখালীতে দুষ্কৃতকারীদের ছোড়া ইটপাটকেলে ৫৩ জন আহত হয়েছে।</p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p>