<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি ও টুরিঙ্গিয়ায় আজ রবিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। আঞ্চলিক এই নির্বাচনে দেশটির অভিবাসনবিরোধী উগ্র ডানপন্থী দল এএফডি পার্টি  বড় সাফল্যের দেখা পেতে পারে বলে গত শুক্রবার সর্বশেষ জরিপগুলো আভাস দিয়েছে। এ অবস্থায় উগ্র ডানপন্থী দলটির উত্থান নিয়ে উদ্বেগে রয়েছে অভিবাসীরা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্যাক্সনি ও টুরিঙ্গিয়া রাজ্য দুটিতে প্রায় ৫০ লাখ জার্মানি আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আঞ্চলিক পর্যায়ের এই নির্বাচন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ  ও তাঁর  বাম লিবারেল জোট সরকারের জন্য একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। ফোরসা রিসাচ ইনস্টিটিউটের জরিপে দেখা যায়,  টুরিঙ্গিয়ায় ৩০ শতাংশ ভোট পেতে পারে এএফডি। এতে রাজ্য পার্লামেন্টে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে তারা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া স্যাক্সনি রাজ্যে ৩১ শতাংশ ভোট পেতে পারে এএফডি, যা তাদের আগের রাজ্য নির্বাচনগুলোর ফলাফলের তুলনায় অনেক ভালো। এদিকে জরিপে এএফডি এগিয়ে থাকায় অনেক অভিবাসী উদ্বেগ প্রকাশ করেছেন। টুরিঙ্গিয়া শরণার্থী পরিষদে পরামর্শক হিসেবে কাজ করছেন নুর আর জুবি। সিরিয়ায় জন্ম নেওয়া জুবি ছয় বছর ধরে রাজ্যটির গেরা শহরে বাস করছেন। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এএফডি জিতলে আমাদের আরো বেশি বর্ণবাদের শিকার হতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এমনকি তাদের  ওপর শারীরিক আঘাত পর্যন্ত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। জুবি বলেন, উগ্র ডানপন্থী এএফডি জিতলে রাজ্য ছেড়ে যেতে চান এমন কিছু মানুষকে চেনেন তিনি। গেরা শহর থেকে দেড় শ কিলোমিটার দূরের শহর ড্রেসডেনে থাকেন তুর্কি নাগরিক ইসমাইল দাভুল। তরুণ অভিবাসীদের সহায়তা কাজ করেন তিনি। রবিবারের নির্বাচনে এএফডি জিতলে কী পরিবর্তন হতে পারে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন প্রশ্ন এখন তাঁকে প্রায়ই শুনতে হচ্ছে বলে জানান দাভুল। তিনি বলেন, সবাই আসলে ভয় পাচ্ছে। সূত্র : আনাদোলু নিউজ, ডয়চে</span></span></p> <p style="text-align:left"> </p>