<p>ভারতের উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যায় জমি কেনাবেচায় দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">সরব</span> হয়েছেন সমাজবাদী পার্টির চেয়ারপারসন অখিলেশ যাদব।</p> <p>তিনি বলেন, অযোধ্যায় জমি কেনাবেচায় হাজার হাজার কোটি রুপির দুর্নীতি হয়েছে। রাজ্যের যোগী আদিত্যনাথ সরকারের মদদে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা এই দুর্নীতি করেছেন। রাজ্যের রাজধানী লখনউয়ে সমাজবাদী পার্টির সদর <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">দপ্তরে</span> এক সংবাদ সম্মেলনে অখিলেশ এসব কথা বলেন।  অখিলেশ বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের জমি কেড়ে নিয়ে কোটি কোটি  রুপির বিনিময়ে যোগী সরকার তা বহিরাগতদের কাছে বিক্রি <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">করেছে।</span> বিজেপি নেতারা এই দুর্নীতিতে জড়িত।’ ২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">নির্মাণের</span> রায় দেন। এরপর থেকে সেখানে জমি কেনাবেচায় বিজেপি নেতাদের বিরুদ্ধে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">বারবার</span> দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০২১ সালে অযোধ্যায় দুই ব্যবসায়ীর কাছ থেকে দুই কোটি রুপিতে জমি কিনে পাঁচ মিনিটের মধ্যেই তা প্রায় ১৯ কোটি রুপিতে রামমন্দির ট্রাস্টের কাছে বেচে দেওয়ার ঘটনা ঘটে। বিষয়টি জানাজানির পর মন্দিরের জন্য ভক্তদের দানের অর্থ নয়ছয়ের অভিযোগ ওঠে। সেই দুর্নীতিতে নাম উঠে বিজেপির স্থানীয় নেতাদের। পরে ২০২২ সালে অযোধ্যা <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">উন্নয়ন</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">কর্তৃপক্ষ</span> ৪০ জনের নামের একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকায় বিজেপির মেয়র, স্থানীয় বিজেপি নেতা, বিধায়কসহ শাসকদলের কয়েকজনের নাম উঠে আসে। <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">সূত্র</span> : আনন্দবাজার পত্রিকা</p> <p> </p> <p> </p>