<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের প্রচারে একটি মিউজিক ভিডিও তৈরি করেছেন ভারতের খ্যাতনামা সংগীত পরিচালক এ আর রহমান। ৩০ মিনিটের মিউজিক ভিডিওটি কমলার নির্বাচনী প্রচারে ব্যবহার করা হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলার সঙ্গে এবারের নির্বাচনে মূল লড়াই সাবেক প্রেসিডেন্ট তথা রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্পের। অক্টোবরের গোড়ার দিকে প্রকাশিত জনমত জরিপ অনুসারে ট্রাম্পের তুলনায় প্রায় ৬ শতাংশের বেশি সমর্থন পেতে পারেন ভারতীয় বংশোদ্ভূত নেত্রী কমলা। এই পরিস্থিতিতে এ আর রহমান দক্ষিণ এশিয়ার প্রথম কোনো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী, যিনি কমলার প্রতি সরাসরি সমর্থন জানালেন ভিডিও তৈরির মাধ্যমে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় সময় আজ রবিবার রাতে ইউটিউব চ্যানেল এশিয়ান-আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্সে এই আয়োজন প্রচার করা হবে। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, এই আয়োজনে এ আর রহমানের কিছু জনপ্রিয় গানের সঙ্গে কমলার নির্বাচনী ইশতেহার প্রকাশ ও তাঁর প্রতিশ্রুতি নিয়ে বার্তা দেওয়া হবে। সংস্থাটির চেয়ারম্যান শেকার নারাসিমান বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই সংগীত আয়োজন অনেক বড় কিছু। এটি আমাদের সম্প্রদায়কে এক করবে এবং ভবিষ্যতে যা কিছুর ওপর প্রত্যাশা রয়েছে তা বিবেচনা করে জনগণ ভোট দেবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশি বংশোদ্ভূত ভোটারদের মধ্যেও এ আর রহমানের আবেদন সাড়া ফেলবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মার্কিনদের হত্যায় জড়িত অভিবাসীদের মৃত্যুদণ্ড চান ট্রাম্প : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অভিবাসীরা বিপজ্জনক অপরাধী। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কলোরাডোর অরোরায় নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। যেসব অভিবাসী মার্কিন নাগরিকদের হত্যা করেছেন, তাঁদের মৃত্যুদণ্ড দেওয়ারও আহবান জানান তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্রাম্প আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি এখান থেকে একজন মার্কিন নাগরিক অথবা আইন প্রয়োগকারী কোনো কর্মকর্তার হত্যাকারী যেকোনো অভিবাসীর জন্য মৃত্যুদণ্ডের আহবান জানাচ্ছি। সূত্র : এনডিটিভি, আলজাজিরা</span></span></span></span></p>