<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলের হুঁশিয়ারি উপেক্ষা করে জাতিসংঘ বলেছে, দক্ষিণ লেবানন থেকে শান্তিরক্ষীদের প্রত্যাহার করবে না তারা। জাতিসংঘের শান্তিরক্ষী কার্যক্রমের প্রধান জ্য পিয়েরে ল্যাক্রোইক্স গতকাল মঙ্গলবার একথা জানিয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্য পিয়েরে বলেন, লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীকে (ইউনিফিল) রাখার সিদ্ধান্তে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং সেখানে সেনা পাঠানো দেশগুলোর পূর্ণ সমর্থন রয়েছে। গত রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট ভাষায় জাতিসংঘকে সতর্ক করে দক্ষিণ লেবানন থেকে শান্তিরক্ষীদের প্রত্যাহার করতে বলেন। নেতানিয়াহু দাবি করেন, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী শান্তিরক্ষীদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। কিন্তু নেতানিয়াহুর এমন হঁশিয়ারি সত্ত্বেও নিজের অবস্থানে অনড় রয়েছে জাতিসংঘ। এর আগে দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের অবস্থানকে হামলার লক্ষ্যবস্তু করে ইসরায়েল। হামলায় অন্তত পাঁচ শান্তিরক্ষী আহত হওয়ার খবর মেলে। জাতিসংঘের শান্তিরক্ষীদের হামলার লক্ষ্যবস্তু করায় বিভিন্ন দেশ ইসরায়েলের কড়া সমালোচনা করে। জাতিসংঘ গত রবিবার বলেছে, দক্ষিণ লেবাননে শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটির গেট ভেঙে ইসরায়েলি ট্যাংক হানা দিয়েছে। লেবাননে ১০ হাজার শান্তিরক্ষীর শক্তিশালী ইউনিফিল বাহিনী প্রায় ৫০ বছর ধরে লেবানন-ইসরায়েল সীমান্ত এলাকায় টহল দিচ্ছে। সূত্র : বিবিসি, আলজাজিরা</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>