<p>পাকিস্তানের জনবহুল পাঞ্জাব প্রদেশে ছাত্র বিক্ষোভের জেরে গতকাল শুক্রবার সব শিক্ষাপ্রতিষ্ঠান দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রদেশের একটি কলেজ ক্যাম্পাসে এক ছাত্রীকে ধর্ষণের খবর অনলাইনে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নেয়। </p> <p>চলতি সপ্তাহের শেষ দিকে লাহোরে কলেজ ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে কয়েকটি শহরে বিক্ষোভ হয়। পুলিশ, কলেজ ও প্রাদেশিক সরকার বলেছে, এই ঘটনায় কোনো ভুক্তভোগী অভিযোগ করেনি। কর্তৃপক্ষের দাবি, অনলাইনে ভুয়া তথ্য ছড়িয়েছে। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ বলেছেন, যাঁরা অনলাইনে ভুয়া পোস্ট ছড়াচ্ছেন, তাঁদের সাজা দেওয়া হবে। তবে পুলিশ অনলাইন পোস্টে চিহ্নিত এক নিরাপত্তা প্রহরীকে আটক করার কথা জানিয়েছে। লাহোরে পাঞ্জাব গ্রুপ অব কলেজেসের পরিচালক আরিফ চৌধুরীও এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন ধর্ষণের ঘটনা ঘটেনি।</p> <p>শিক্ষার্থীরা দাবি করছে কর্তৃপক্ষ বিষয়টি গোপন রাখার চেষ্টা করছে। এদিকে বিভিন্ন শহরে রাস্তায় নেমে বিক্ষোভ করার সময় যানবাহন চলাচলে বাধা, নিরাপত্তা রক্ষীদের আহত করা এবং ভাঙচুরের দায়ে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাওয়ালপিন্ডি শহরের পুলিশ গতকাল জানিয়েছে, বিক্ষোভ চলাকালে ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে অন্তত ৩৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার ফলে পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের ১৮ মিলিয়ন শিক্ষার্থীর পড়ালেখা ক্ষতিগ্রস্ত হবে।<br /> সূত্র : এপি, আলজাজিরা</p> <p> </p>