<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রপ্রবাসী খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের ঘটনায় জবাবদিহি চেয়ে ভারতকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা তাঁদের ভারতীয় সমকক্ষদের বলেছেন, যুক্তরাষ্ট্রে একজন শিখ নেতার বিরুদ্ধে ব্যর্থ হত্যা ষড়যন্ত্রের সঙ্গে ভারতীয় নাগরিকের জড়িত থাকার তদন্তের দ্রুত ফলাফল এবং আরো স্পষ্ট জবাবদিহি চান তাঁরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত সপ্তাহে ভারতীয় একটি তদন্ত কমিটি আলোচনার জন্য ওয়াশিংটনে গিয়েছিল। এদিকে গত বৃহস্পতিবার ভারতীয় একজন গোয়েন্দা কর্মকর্তাকে ওই মামলায় অভিযুক্ত করা হয়েছে। বিচার বিভাগ অভিযোগ করেছে, একজন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা গত বছর শিখ বিচ্ছিন্নতাবাদী, দ্বৈত মার্কিন-কানাডার নাগরিক গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার পরিকল্পনার নির্দেশ দিয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, অভিযুক্ত ৩৯ বছর বয়সী বিকাশ যাদব এখনো পলাতক। তাঁর বিরুদ্ধে হত্যার জন্য খুনি ভাড়া করা এবং অর্থপাচারের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিউইয়র্কে বসবাসকারী মার্কিন ও কানাডীয় নাগরিক গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে নাম উঠে আসা যাদব যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হওয়া দ্বিতীয় ভারতীয় নাগরিক।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পান্নুন নিউইয়র্কভিত্তিক শিখস ফর জাস্টিস নামে পরিচিত একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত।  সূত্র : এএফপি, রয়টার্স</span></span></span></span></span></p>