<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পূর্ব লাদাখে ভারত ও চীনের চলমান সংঘাতের ইতি টানতে একটি চুক্তিতে সম্মত হওয়ার কথা গতকাল নিশ্চিত করেছে বেইজিং। এর আগে গত সোমবার এ চুক্তির খবর জানায় নয়াদিল্লি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, চীন-ভারত সীমান্তসংক্রান্ত বিষয়ে কূটনৈতিক ও সামরিক চ্যানেলের মাধ্যমে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে বেইজিং ও নয়াদিল্লি। তিনি বলেন, এখন উভয় পক্ষ এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছেছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন। তবে এই বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে লিন জিয়ান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোনো অগ্রগতি হলে আমরা আপনাদের জানাব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এর আগে গত সোমবার পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর টহলের বিষয়ে চীনের সঙ্গে চুক্তির ঘোষণা দেয় ভারত।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাবাহিনীর প্রাণঘাতী সংঘাতের পর বেইজিং ও নয়াদিল্লির সম্পর্কে উল্লেখযোগ্য ফাটল ধরে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চার বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘাত অবসানে এই চুক্তি একটি বড় অগ্রগতি বলে ধারণা করা হচ্ছে। সূত্র : এনডিটিভি</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>