<p>‘কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতবিরোধী খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিচ্ছেন। তাঁর ঘনিষ্ঠ সঙ্গীদের মধ্যেও রয়েছেন খালিস্তানপন্থীরা।’</p> <p>কানাডা থেকে ভারতে ফিরে গতকাল শুক্রবার এই অভিযোগ করেন সদ্য সাবেক ভারতীয় হাইকমিশনার সঞ্জয় বর্মা। তিনি কানাডায় ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন।</p> <p>এর আগে ১৩ অক্টোবর কানাডা সরকার জানিয়েছিল, সে দেশের মাটিতে শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে খুনের ঘটনায় ভারতীয় হাইকমিশনার সঞ্জয় বর্মার স্বার্থ জড়িত ছিল। এই হত্যাকাণ্ড ঘিরে ভারত-কানাডা কূটনৈতিক টানাপড়েন শুরু হয়। সম্প্রতি সঞ্জয়সহ কয়েকজন শীর্ষস্থানীয় ভারতীয় কূটনীতিককে কানাডা থেকে ফিরিয়ে আনার পাশাপাশি ভারত সরকার নয়াদিল্লিতে কানাডার হাইকমিশনের কয়েকজন কূটনীতিককে বহিষ্কার করে।</p> <p>ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, কানাডার আসন্ন পার্লামেন্ট নির্বাচনে খালিস্তানি গোষ্ঠীর সমর্থন পেতে ট্রুডো সরকার নতুন করে নিজ্জার বিতর্ক সামনে নিয়ে আসছে। নিজ্জারকে ২০২০ সালে ‘সন্ত্রাসবাদী’ বলে ঘোষণা দেয় ভারত। পৃথক শিখ ভূখণ্ডের দাবিতে গড়ে ওঠা খালিস্তান আন্দোলনের নেতা ছিলেন তিনি। ২০২৩ সালের জুনে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে একটি গুরুদুয়ারার সামনে নিজ্জারকে গুলি করে হত্যা করা হয়। নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছিলেন ট্রুডো। তবে গতকাল সঞ্জয় বলেন, ‘এখন পর্যন্ত ট্রুডো সরকার এ বিষয়ে কোনো প্রমাণ দিতে পারেনি। আমরা ভিয়েনা কনভেনশনের বিধি মেনেই প্রতিটি পদক্ষেপ নিয়েছি।’ <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">সূত্র</span> : বিবিসি, এএফপি, আনন্দবাজার পত্রিকা</p> <p> </p>