<p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুইডেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিক্টর তাতারিনসেভ দীর্ঘ ১০ বছর পর তাঁর দায়িত্ব ছাড়ছেন। তাঁর পরিবর্তে সের্গেই বেলিয়াভ নামের অন্য একজন সেখানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন বলে একটি ডিক্রি জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাম্প্রতিক বছরগুলোয় ইউক্রেনে রাশিয়ার হামলার পর বিদায়ি রাষ্ট্রদূতকে ঘিরে অনেক সমালোচনার ঝড় উঠেছিল এবং তাঁকে বেশ কয়েকবারই সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। উল্লেখ্য, ন্যাটোতে যোগ দেওয়ার জেরে সুইডেন রাশিয়ার একটি বৈধ আক্রমণের লক্ষ্যবস্তু বলে মন্তব্য করায় রাষ্ট্রদূত ভিক্টর তাতারিনসেভ ব্যাপক সমালোচিত হয়েছিলেন। একজন ঝানু কূটনীতিক হিসেবে তাতারিনসেভের যথেষ্ট শক্ত পটভূমি রয়েছে। ১৯৮০ সালে তিনি প্রথম সুইডেনে রাশিয়ান দূতাবাসে নিয়োগপ্রাপ্ত হন এবং পর্যায়ক্রমে বিভিন্ন দায়িত্ব পালন করে তিনি রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। নতুন রাষ্ট্রদূত বেলজাজেভেরও দীর্ঘ কূটনৈতিক কর্মজীবন রয়েছে। সুইডেনের আগে তিনি ফিনল্যান্ডে রাশিয়ান দূতাবাসে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থেকে কাজ করেছেন। প্রসঙ্গত, রাষ্ট্রদূত বদলের পেছনে পুতিনের ভিন্ন কোনো চিন্তা আছে কি না, তা পর্যবেক্ষণ করছেন ন্যাটো বিষয়ক বিশেষজ্ঞরা।</span></span></p>