<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী পিয়ংইয়ংয়ের আকাশ দিয়ে ড্রোন উড়িয়ে উত্তর কোরিয়াবিরোধী লিফলেট বিতরণ করেছে বলে অভিযোগ তুলেছে উত্তর কোরিয়া। গত সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তদন্তে দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে। এই ঘটনাকে উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন আখ্যা দিয়েছে পিয়ংইয়ং। পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার দাবি, উত্তর কোরিয়ার আকাশে তিনবার ড্রোন পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। যদিও এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে সিউল। কেসিএনএ থেকে বিধ্বস্ত কিছু ড্রোনের ছবি প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, এগুলো দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর ড্রোন। বিধ্বস্ত ড্রোন পর্যালোচনা করে এর ফ্লাইট প্ল্যান ও লগের তথ্য পেয়েছে তারা।       ছবি : এএফপি</span></span></span></span></span></p>