<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের কেন্দ্রীয়</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বরাষ্ট্রমন্ত্রী</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অমিত</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শাহর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনেছে তৃণমূল। এই বিষয়ে পশ্চিমবঙ্গের শাসকদল নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। আগামী ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ছয় কেন্দ্রের মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার দুটি কেন্দ্র হাড়োয়া ও নৈহাটি। তৃণমূলের অভিযোগ, গত রবিবার উত্তর ২৪ পরগনার  পেট্রাপোলে সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন অমিত শাহ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত রবিবার ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে ইন্টিগ্রেটেড চেক পোস্ট, প্যাসেঞ্জার টার্মিনাল এবং</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মৈত্রী দ্বারের উদ্বোধন করেন কেন্দ্রীয়</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বরাষ্ট্রমন্ত্রী</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অমিত</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শাহ। তৃণমূলের বক্তব্য, গত ১৫ অক্টোবর ছয় কেন্দ্রে উপনির্বাচনের ইশতেহার ঘোষণার দিন থেকেই নির্বাচনী আচরণবিধি (মডেল কোড অব কনডাক্ট বা এমসিসি) কার্যকর হয়ে গেছে। যে জেলার দুই কেন্দ্রে উপনির্বাচন,  সেই জেলায় দাঁড়িয়ে শাহ কিভাবে সরকারি কর্মসূচি পালন করলেন এবং বিভিন্ন সরকারি পরিকাঠামোর উদ্বোধন করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গের শাসকদল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই বিষয়ে কমিশনের নিয়ম স্মরণ করিয়ে দিয়ে তৃণমূল জানিয়েছে, মন্ত্রীরা এই সময় সরকারি সফর করতে পারেন না, নির্বাচনী কাজে প্রশাসনকে ব্যবহার করতে পারেন না। এমনকি সরকারি গাড়ি কিংবা উড়োজাহাজও ব্যবহার করতে পারেন না। এসংক্রান্ত নিয়মগুলো ভঙ্গ করার পাশাপাশি সরকারি কর্মসূচি থেকে অমিত শাহ রাজনৈতিক মন্তব্য করেছেন বলেও দাবি করেছে তৃণমূল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্বাচনী বিধিভঙ্গের দায়ে কমিশনের কাছে অমিত শাহকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার আর্জি জানিয়েছেন তৃণমূলের পশ্চিমবঙ্গের সভাপতি সুব্রত বক্সি। এর পাশাপাশি কোনো বিজেপি নেতা যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটান, সেই বিষয়েও কমিশনকে সজাগ থাকার আর্জি জানানো হয়েছে।  সূত্র : আনন্দবাজার পত্রিকা</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>