<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। গতকাল মঙ্গলবার দেশটির সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। শ্বাসনালির সংক্রমণে অসুস্থ হয়ে গত ১৫ অক্টোবর হাসপাতালে ভর্তির প্রায় দুই সপ্তাহ পর ছাড়া পেলেন তিনি। গত জুলাইয়ে ৯৯ বছরে পা রাখা মাহাথির মোহাম্মদকে ১৫ অক্টোবর শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় তাঁর কার্যালয় জানিয়েছিল, মাহাথির মোহাম্মদ শ্বাসনালির সংক্রমণে ভুগছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আদালতে দায়ের করা মানহানির এক মামলার শুনানিতেও অংশ নিতে পারেননি তিনি। চলতি বছর শারীরিক নানা রকম জটিলতায় দীর্ঘদিন হাসপাতালে কাটাতে হয়েছে তাঁকে। মাহাথির মোহাম্মদ দুই দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে পরিচিত মাহাথিরের হার্টের পুরনো সমস্যা রয়েছে এবং তাঁর বাইপাস সার্জারিও করা হয়েছে। চলতি বছরের জুলাইয়েও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : আলজাজিরা</span></span></span></span></span></p>