<p><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">তেহরান</span> ও এর সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর হামলার বদলা নিতে ইসরায়েল ও এর মিত্র যুক্তরাষ্ট্রকে দাঁতভাঙা জবাব দেবে ইরান। ইরানের সর্বোচ্চ <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">নেতা</span> আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল  শনিবার <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">এই</span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">হুঁশিয়ারি</span> বার্তা <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">দেন।</span> এদিকে  ইসরায়েলকে সুরক্ষায় এবং ইরানকে সাবধান করতে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি আরো বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।</p> <p>রাজধানী তেহরানে শিক্ষার্থীদের উদ্দেশে এক ভাষণে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইহুদি শাসকগোষ্ঠী উভয় শত্রুরই জানা উচিত, তারা ইরান, ইরানি জাতি এবং প্রতিরোধ ফ্রন্টের বিরুদ্ধে যেসব কার্যকলাপ করছে, সে জন্য অবশ্যই তারা দাঁতভাঙা জবাব পাবে। তেহরান সমর্থিত গোষ্ঠী বলতে খামেনি ইয়েমেনের হুতি বিদ্রোহী, লেবাননের  হিজবুল্লাহ গোষ্ঠী এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে বুঝিয়েছেন। গাজা ও লেবাননে ইসরায়েলের  হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে। এই সংঘাত ঘিরে ইরান ও ইসরায়েলও মুখোমুখি দাঁড়িয়েছে। গত ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর পাল্টা জবাবে গত ২৬ অক্টোবর ইরানে সামরিক <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">স্থাপনায়</span> বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলা ঘিরে ইরান ও ইসরায়েলের মধ্যে এখন উত্তেজনা তুঙ্গে রয়েছে।  ইসরায়েলের হামলায় অন্ততপক্ষে চার সেনা নিহত হন। ইরান দাবি করেছে, ইসরায়েলের হামলায় তাদের সামান্য ক্ষতি হয়েছে। দেশটির গণমাধ্যম অবশ্য বেসামরিক একজনের নিহত হওয়ার খবরও দিয়েছে। </p> <p>খামেনি বলেন, সামরিক, অস্ত্র বা রাজনৈতিক যেকোনো ক্ষেত্রে <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">ইরানি</span> জাতিকে প্রস্তুত করার জন্য <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">যা</span> কিছু করা উচিত, তার সব কিছুই করছে ইরান। </p> <p>খামেনির পাশাপাশি ইরানের রেভল্যুশনারি গার্ডের মুখপাত্র আলী মোহাম্মদ নাইনিও গতকাল ইসরায়েলের হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনিও বলেছেন, ইসরায়েলের হামলার নিশ্চিত জবাব দেওয়া হবে। তিনি বলেছেন, শত্রুদের এটা জানা উচিত যে তারা চাইলেই যেকোনো শয়তানি কাজ করতে পারে না। অপকর্ম করলে  বিধ্বংসী জবাব তারা পাবে।</p> <p>মধ্যপ্রাচ্যে আরো সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র : ইরান ও ইসরায়েলের পাল্টপাল্টি <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">হামলা</span> ঘিরে উত্তেজনা <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">বেড়ে</span> যাওয়ার প্রেক্ষাপটে তেহরানকে সতর্ক করে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এসবের মধ্যে প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংসকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার বি-৫২ বোমারু বিমান রয়েছে।</p> <p><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">তেহরান</span> সরকারকে সাবধান করে <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">মার্কিন</span> প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">জেনারেল</span> প্যাট রাইডার বলেন<span dir="RTL" lang="AR-YE" style="font-size:14.0pt">, </span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">ইরান</span> তার অংশীদার বা সমর্থকরা যদি এই মুহূর্তে আমেরিকান ব্যক্তি বা এই অঞ্চলে মার্কিন স্বার্থকে <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">লক্ষ্যবস্তু</span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">করে</span>, তাহলে যুক্তরাষ্ট্র তাদের লোকজনকে রক্ষা করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। রাইডার বলেন, মধ্যপ্রাচ্যে পাঠাতে যাওয়া অস্ত্র-সরঞ্জামের মধ্যে অতিরিক্ত ডেস্ট্রয়ার, ফাইটার স্কোয়াড্রন এবং বেশ কয়েকটি বি-৫২ দূরপাল্লার স্ট্রাইক বোমারু বিমান থাকবে। ইউএসএস বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকনযোগে অস্ত্র ও সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। আসছে মাসগুলোর মধ্যে নতুন শক্তিগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীতে যুক্ত হবে।</p> <p>মধ্যপ্রাচ্যে মিত্র দেশ ইসরায়েলকে সুরক্ষায় যুক্তরাষ্ট্রের  প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করা রয়েছে। গত মাসের শেষে ইসরায়েলে অত্যাধুনিক থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাও মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।</p> <p> </p> <p>ইসরায়েলে ইরানপন্থী ইরাকি গোষ্ঠীর ড্রোন হামলা : ইসরায়েলের একটি অবকাশকেন্দ্রে গতকাল চারটি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানপন্থী ইরাকি সশস্ত্র গোষ্ঠীর একটি জোট। এর আগে ইসরায়েল পূর্ব দিক থেকে আসা তিনটি ড্রোন প্রতিহত করার দাবি করে। ইরাকে ইসলামিক প্রতিরোধ জোট বলে, লোহিত সাগর উপকূলে অবকাশকেন্দ্রসহ চারটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে এক ঘণ্টার মধ্যে তারা চারটি ড্রোন ছুড়েছে। ইরাকি ভূখণ্ড <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">ব্যবহার</span> করে ইরান ইসরায়েলে হামলা চালাতে পারে <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">এমন</span> আশঙ্কার মধ্যেই ইরাকি মিলিশিয়ারা ইসরায়েলে ড্রোন হামলা চালাল। ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাতে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওয়েস জানিয়েছিল, ইসরায়েলে হামলা চালাতে ইরাকি ভূখণ্ড ও মিলিশিয়াদের ব্যবহার করতে পারে ইরান।  ইসরায়েলের সাবেক এক গোয়েন্দাও  মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এমনটি হওয়ার খুবই সম্ভাবনা আছে বলে জানিয়েছেন। এ ছাড়া ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্র বলেছে, ইরানের পাল্টা জবাব মোকাবেলা করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">রেখেছে</span> ইসরায়েল।  সূত্র<span dir="RTL" lang="AR-YE" style="font-size:14.0pt"> : </span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">এএফপি</span>, সিএনএন, আলজাজিরা</p>